আইপিএল খেলতে এসে ফেঁসে গেল উইলিয়ামসনরা, দেশে ঢুকতে বাঁধা দিচ্ছে নিউজিল্যান্ড সরকার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে ভারতে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। যার জেরে দিনের পর দিন ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আর এই করোনা আবহের মধ্যেই বিসিসিআই আয়োজন করেছে আইপিএল। যদিও এখনো পর্যন্ত আইপিএল খেলা কোন ক্রিকেটার তেমন ভাবে করোনা আক্রান্ত হয়নি তবে আতঙ্কে রয়েছে সকলেই।

এবার আইপিএল খেলতে এসে সবথেকে বড় সমস্যায় পড়লেন কেন উইলিয়ামসনরা। এবার নিউজিল্যান্ড থেকে মোট 10 জন ক্রিকেটার আইপিএলে অংশগ্রহণ করেছেন আর এই দশ জনই পড়ে গিয়েছেন বিরাট সমস্যায়। এমনকি তারা আধেও দেশে ফিরে যেতে পারবেন কিনা সেই নিয়ে তৈরি হয়েছে ব্যাপক সংশয়। যেহেতু ভারতে করোনা সংক্রমণ দিনের পর দিন বেড়েই চলেছে সেই কারণে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন জানিয়েছেন, আগামী 28 শে এপ্রিল পর্যন্ত ভারত থেকে কেউ নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবে না। আর এতেই গুরুতর সমস্যায় পড়ে গিয়েছে কেন উইলিয়ামসনরা।

কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন সহ মোট 10 জন নিউজিল্যান্ডের ক্রিকেটার এই মুহূর্তে আইপিএল খেলার জন্য ভারতে রয়েছেন। আইপিএল শেষ হওয়ার পরেই নিউজিল্যান্ডের রয়েছে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ। তারপর রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তবে তার আগে এই 10 জন ক্রিকেটার দেশের ভেতর ঢুকতে পারবেন কিনা সেই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তবে নিউজিল্যান্ড সরকারের তরফ থেকে জানানো হয়েছে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি এবং ক্রমাগত আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুলির সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে, খুব দ্রুত সমস্যার সমাধান হবে।

সম্পর্কিত খবর

X