টি-২০ বিশ্বকাপ থেকে ভারতকে বাইরের রাস্তা দেখিয়ে যা বললেন নিউজিল্যান্ডের অধিনায়ক

বাংলা হান্ট ডেস্কঃ ২০১৯ সালে ইংল্যান্ডে ভারতের বিশ্ব জয়ের স্বপ্ন শেষ করে দিয়ে প্রথমবার বিরাটের নেমেসিস হয়ে উঠেছিলেন কেন উইলিয়ামসন। তাদের লড়াই দেখে অনেকেই বলেন, এ লড়াইয়ে আসলে আগুন আর বরফের। এবার ফের একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের কারণ হয়ে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। একদিকে যেমন প্রথমে ভারতকে ৮ উইকেটে পরাস্ত করে সেমিফাইনালের স্বপ্নে বড় ধাক্কা দিয়েছিলেন তারা, তেমনি আবার রবিবার আফগানিস্তানের বিরুদ্ধেও বাজি জিতে নিয়েছে উইলিয়ামসনের কালো ঘোড়া।

ভারত এবং আফগানিস্তানের দলের বিদায় নিশ্চিত করে কি বলছেন ক্যাপ্টেন উইলিয়ামসন? একেবারে নিজের স্বভাব মতই আজও তিনি ভীষণ রকম শান্ত। ভারতকে নিয়ে কার্যত একটা কথাও উচ্চারণ করেননি কিউয়ি অধিনায়ক। তিনি বলেন, “আফগানিস্তান যে খুব কঠিন দল হবে সেটা ভেবেই আমরা মাঠে নেমেছিলাম। বল হাতে শুরুটা ভাল করতে পেরে কিছুটা ভাল লেগেছিল। দ্রুত ওদের উইকেট নিই এবং গড় রানের চেয়েও কমে ওদের আটকে দিই। আমার মতে, এই উইকেট ১৫০-১৫৫ লড়াকু স্কোর হত। আমাদের দ্রুত তিনটি উইকেটের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, শুরুতে বল করে এদিন ১২৪ রানেই আফগানিস্তানের লড়াই থামিয়ে দিয়েছিল কিউয়ি বাহিনী। আর তারপর মাত্র ২ উইকেটের বিনিময়ে ১১ বল বাকি থাকতেই প্রয়োজনীয় লক্ষ্যে পৌঁছে যায় তারা। এদিনও ফের একবার মাথা ঠান্ডা রেখে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন উয়িলিয়ামসন। ৪২ বলে ৪০ রানের সুন্দর সাজানো ইনিংস উপহার দেন তিনি।

IMG 20211026 133635

যদিও উইলিয়ামসন এও বলেন, আমাদের দ্রুত আগের ম্যাচগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ আগামী দিনে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে নিউজিল্যান্ডের জন্য। কিউয়ি অধিনায়ক পরিষ্কার জানিয়ে দেন ইংল্যান্ড খুব শক্তিশালী দল। প্রসঙ্গত উল্লেখ্য, একদিকে যখন ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে উইলিয়ামসনের কালো ঘোড়া তেমনি অন্যদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে টক্কর নেবে পাকিস্তান। তাই শেষ পর্বে লড়াই যে জমে যাবে তা বলাই বাহুল্য।

 


Abhirup Das

সম্পর্কিত খবর