বাংলা হান্ট ডেস্ক: এবার ইতিহাস তৈরি করলেন উইং কমান্ডার দীপিকা মিশ্র (Wing Commander Deepika Mishra)। ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) তাঁকে বায়ুসেনা মেডেল (Air Force Medal) (বীরতা) প্রদান করে সম্মানিত করেছে। এমতাবস্থায়, তিনিই ভারতীয় বায়ু সেনার প্রথম মহিলা অফিসার যিনি এই পুরস্কার পেয়েছেন। দিল্লিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে, দীপিকা সহ আরও ৫৮ জনকে বীরতা পুরস্কারে সম্মানিত করা হয়।
ইতিহাস তৈরি করলেন উইং কমান্ডার দীপিকা মিশ্র: গত বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার মার্শাল ভিআর চৌধুরী উইং কমান্ডার মিশ্রকে সম্মানিত করেছেন। উইং কমান্ডার মিশ্র একজন প্রশিক্ষিত হেলিকপ্টার পাইলট, কোয়ালিফায়েড ফ্লাইং ইন্সট্রাক্টর এবং একজন ইন্সট্রুমেন্ট-রেটেড ইন্সট্রাক্টর ও একজামিনার।
এই প্রসঙ্গে ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, গত ২ আগস্ট, ২০২১-এ মধ্যপ্রদেশের উত্তর অংশে বন্যা ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছিল। সেই সময়ে উইং কমান্ডার দীপিকা মিশ্র ত্রাণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করেন। প্রতিকূল আবহাওয়া, প্রবল বাতাস এবং সূর্যাস্তের কাছাকাছি সময় হওয়া সত্বেও উইং কমান্ডার দীপিকা বন্যা দুর্গত এলাকায় পৌঁছে গিয়েছিলেন।
মূলত, উইং কমান্ডার মিশ্রের উড়ান (এরিয়াল রিকনেসেন্স) অত্যন্ত সহায়ক হিসেবে প্রমাণিত হয়েছিল। যার ফলে ভারতীয় বিমান বাহিনী, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড, স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড (এসডিআরএফ) এবং অন্যান্য অসামরিক কর্তৃপক্ষ উদ্ধার অভিযানের পরিকল্পনায় সাহায্য হয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, উইং কমান্ডার দীপিকা মিশ্র ৪৭ জনের জীবনও বাঁচিয়েছেন।
সারাং টিমের প্রথম মহিলা পাইলট: ২০০৬ সালে, উইং কমান্ডার মিশ্র এয়ার ফোর্স অ্যাকাডেমি থেকে পাশ আউট হন। সেই সময়ে SSC মহিলা পাইলটদের শুধুমাত্র একক ইঞ্জিনের হেলিকপ্টার চালানোর অনুমতি ছিল। উইং কমান্ডার মিশ্রকে হেলিকপ্টার সিস্টেমের চেতক/চিতা ইউনিট দেওয়া হয়েছিল। ২০১০ সালে, ভারতীয় বিমান বাহিনী একক-ইঞ্জিন হেলিকপ্টারের পরিবর্তে মহিলা পাইলটদের টুইন-ইঞ্জিন ওড়ানোর অনুমতি দেয়। পাশাপাশি, IAF যখন সারাং টিমের জন্য ভল্যান্টিয়ার খুঁজতে শুরু করেছিল তখন উইং কমান্ডার দীপিকা মিশ্র প্রস্তুত ছিলেন। তবে, ২০১২ সালে তিনি আবেদন করলেও তখন নির্বাচিত হননি। পরের বছর তিনি আবার আবেদন করেন। বেশ কয়েকটি পরীক্ষা এবং ইন্টারভিউয়ের পর অবশেষে ২০১৪ সালে তাঁকে সারাং-এর স্কোয়াড্রন লিডার করা হয়। তিনিই IAF-এর প্রথম মহিলা পাইলট যিনি ফর্মেশন ডিসপ্লে টিমে নির্বাচিত হয়েছিলেন।