বাংলায় খাতা খুলল কেজরীবালের দল, দিনহাটার জয়ী নির্দল প্রার্থীকে দলে ভেড়াল AAP

বাংলা হান্ট ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) তিনি প্রার্থী হন নির্দল হিসাবে। ব্যক্তিগত ক্যারিশ্মায় জিতেও গেলেন তিনি। এবার দিনহাটার সেই নির্দল প্রার্থী নার্জিনা বিবি যোগ দিলেন আম আদমি পার্টিতে (Aam Admi Party)। পশ্চিমবঙ্গে (West Bengal) আপ (AAP) -র এক কর্মকর্তা সাংবাদিক সম্মেলন করে এই যোগদানের কথা ঘোষণা করেন।

আম আদমি পার্টির কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল যে আদর্শকে অনুসরণ করেন, সেই আদর্শকে সামনে রেখেই এবার সারা পশ্চিমবঙ্গে কাজ শুরু হবে। আজ নার্জিনা বিবি আমাদের দলে যোগ দিয়েছেন। তাঁকে সামনে রেখেই আমরা নতুন লড়াই শুরু করতে যাচ্ছি।’

আপ নেতাকে আরও জিজ্ঞাসা করা হয় সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে তাঁরা অংশ নিলেন না কেন? এর উত্তরে তিনি বলেন, ‘ আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। এই পঞ্চায়েত নির্বাচনে পঞ্চাশের বেশি মানুষ মারা গেছেন। এক মানুষের মৃত্যুও আমাদের কাছে যন্ত্রণার। তাই এই নির্বাচন থেকে আমরা নিজেদের দূরে রেখেছি।’

https://fb.watch/lMUSSapiCE/?mibextid=RUbZ1f

এরপরই ওই আপ নেতার কাছে জানতে চাওয়া হয়, নির্বাচনে অংশ না নিয়ে আপনারা কিভাবে নিজেদের প্রতিষ্ঠিত করবেন? এর জবাবে তিনি বলেন, ‘আমরা পঞ্চায়েত নির্বাচনে অংশ নিইনি বলে লোকসভ বা বিধানসভায় নেব না তেমন নয়। যেখানে আমাদের আদর্শ প্রতিষ্ঠিত করতে পারবো, যে আমরা মানুষের শিক্ষার জন্য লড়াই করতে পারব, আমরা সেখানেই অংশ নেব।’

অপরদিকে আর এক কান্ড! সিপিএমের টিকিটে জয়ী প্রার্থী যোগ দিলেন তৃণমূলে। নদিয়ার গয়েশপুর পঞ্চায়েতে বিদায়ী প্রধানকে হারিয়ে জয়ী হন তৃণমূল ছেড়ে আসা সিপিএম প্রার্থী আব্দুল শেখ। বৃহস্পতিবার তিনি তৃণমূলে যোগ দেন। আব্দুল জানান, অত্যাচারের মাত্রা বাড়ছিল। তাই ‘বাধ্য হয়ে’ যোগ দিয়েছেন। আব্দুল যোগ দেওয়ায় ত্রিশঙ্কু হয়ে থাকা ওই পঞ্চায়েতে তৃণমূল ম্যাজিক ফিগারের কাছাকাছি এল। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর