বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরুতেই জোরসে কামড় বসিয়েছিল শীত (Winter)। সেই আমেজ বেশ কিছুদিন বজায় ছিল। তবে সম্প্রতি ফের বদলেছে আবহাওয়া। পূর্বাভাস মতোই পৌষ সংক্রান্তিতে হাড়কাঁপানো ঠাণ্ডা অনুভব করেনি রাজ্যবাসী (South Bengal Weather)। উল্টে মঙ্গলবার একলাফে কলকাতার পারদ পৌঁছেছে ১৬ ডিগ্রির ঘরে। এমতাবস্থায় শীত কবে ফিরবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। এবার এই নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস (Weather Update)।
রাজ্যে জাঁকিয়ে ঠাণ্ডা ফের কবে থেকে (South Bengal Weather)?
ডিসেম্বরের মতো জানুয়ারিতেও শীতের পারদ ওঠানামা করছে। কখনও কনকনে ঠাণ্ডা পড়ছে, কখনও আবার ঊর্ধ্বমুখী আবহাওয়ার পারদ। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বারবার পিছু হটছে উত্তুরে হাওয়া। এই আবহে আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৫ দিন তাপমাত্রা মোটের ওপর একই থাকবে। উত্তর থেকে দক্ষিণ (South Bengal), সর্বত্র দেখা যাবে এক চিত্র।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৫ দিন রাজ্যের কিছু জেলায় ভোরের দিকে কুয়াশার দেখা মিলতে পারে। তবে আপাতত কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া আগামী ৫ দিন মোটামুটি একই থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও তাপমাত্রার বিশেষ বদল হবে না।
আরও পড়ুনঃ বৃহস্পতিতে হচ্ছে নবান্ন অভিযান? কী বলল কলকাতা হাইকোর্ট? জোর শোরগোল
আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার থেকে আগামী ২০ জানুয়ারি অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোনও জেলায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। প্রত্যেকটি জেলা শুষ্কই থাকবে। একই পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। অর্থাৎ উত্তরের কোনও জেলাতেও আগামী ২০ জানুয়ারি অবধি বর্ষণ হওয়ার কোনও সম্ভাবনা নেই। ৫ দিন পর থেকে রাজ্যে ফের জাঁকিয়ে শীত পড়ে কিনা এবার সেটাই দেখার।
এদিকে বিগত কয়েকদিনে হু হু করে বেড়েছে রাজ্যের তাপমাত্রা (South Bengal Weather)। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে খবর। আগামী ৫ দিন আবহাওয়া মোটের ওপর একই থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর কী হয় সেদিকেই নজর থাকবে।