বাংলা হান্ট ডেস্ক: প্ৰতিনিয়ত আবহাওয়ার ভোলবদল। হালকা শীতের আমেজ পড়তে না পড়তেও টা পন্ড করতে আসছে বৃষ্টি। সকাল থেকে মেঘলা আকাশ উত্তর সহ দক্ষিণের একাধিক জেলায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টি চলবে রাজ্যের একাধিক জেলায়।
ওদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু-দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পাবে। দিনের তুলনায় রাতের দিকের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে আগামী কয়েক দিন। সপ্তাহের শেষদিকে ফের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। আর মাঝের দিকে ভিজবে উত্তরবঙ্গ।
হাওয়া অফিস সূত্রে খবর, শুধু দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দু-একটি জেলায় বৃষ্টির দেখা মিলতে পারে। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা? শুক্রবার দক্ষিণের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। তবে আগামী কয়েকদিন রাজ্যে আবহাওয়া শুষ্কই থাকবে।
আরও পড়ুন: ‘…সরু হয়ে যাচ্ছে’, মারাত্মক বিপদে কেষ্ট! হল টা কী? আদালতের নির্দেশে ভেঙে পড়লেন সুকন্যাও
এই সপ্তাহের মাঝেই বৃষ্টি নামতে পারে উত্তরবঙ্গ জুড়ে। আগামী কয়েকদিন শীতের আমেজ কিছুটা কমে যাওয়ার আশঙ্কা। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে নভেম্বরের প্রথম তিন চার দিনে। তবে বুধবার থেকে শুক্রবারের মধ্যে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে।
উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা? চলতি সপ্তাহে উত্তরের দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের এই দুই জেলা ছাড়া আপাতত উত্তরবঙ্গের বাকি জেলার আবহাওয়া শুষ্কই থাকবে।