আরও ৩ ডিগ্রি কমবে তাপমাত্রা! আজ থেকে শীতের মরণ কামড় এই ৫ জেলায়, আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: ভরা মাঘে বৃষ্টির যন্ত্রনায় নাজেহাল অবস্থা। একেই হাড় কাঁপানো শীত আর তার ওপর বৃষ্টি। গত দুদিন থেকে স্যাঁতসেঁতে আবহাওয়া দক্ষিণবঙ্গে। শুক্রবারেও বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হয়েছে। কবে পিছু ছাড়বে এই বৃষ্টি (Rainfall)? এখন এই প্রশ্নই সকলের মনে। আবার গতকাল থেকে কিছুটা বেড়েছে তাপমাত্রা। তাহলে কি ফের একবার মুড বদল হতে চলেছে আবহাওয়ার (Wather)? জানুন ওয়েদার আপডেট (Weather Update)।

আবহাওয়া দফতর সূত্রে খবর আজ বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে (South Bengal)। আপাতত পিছু ছাড়ছে নাছোড়বান্দা বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়বে কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। তবে দিনে স্বাভাবিকের অনেকটাই নীচে থাকবে তাপমাত্রা। আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, ফের ২৪ জানুয়ারির পর থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমলেও উল্টো চিত্র থাকবে দক্ষিণবঙ্গে (North Bengal)। উত্তরবঙ্গে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২-৩ দিনে ২ ডিগ্রি মত কমতে পারে তাপমাত্রা। ওদিকে জারি থাকবে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

weather

আবহাওয়া দফতরের পূর্বাভাস, কুয়াশা থাকতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। ঘন কুয়াশার জেরে কমলা সতর্কবার্তা উত্তরবঙ্গের সব জেলাতে। আপাতত দক্ষিণবঙ্গের জেলা গুলিতে শীতের দাপট কম থাকবে কিছুটা। মনোরম পরিবেশ বজায় থাকবে।

আরও পড়ুন: রংমিস্ত্রি থেকে এক লাফে কোটিপতি! কে এই প্রসন্ন রায়? ‘ব্যবসায়ীর’ আসল পরিচয় চমকে দেবে

ওদিকে শীতের মজা লুফে নিচ্ছে উত্তরবঙ্গবাসী। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী শূন্যের নীচে নামবে দার্জিলিঙের পারদ (Darjeeling Weather)। শীতল দিনের সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এ। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙেও এই দুই জেলায় হালকা বৃষ্টির সাথে তুষারপাতও হবে। মোটের উপর উত্তরবঙ্গের সব জেলাতেই ঠান্ডার ভরপুর আমেজ রয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর