বাংলাহান্ট ডেস্কঃ বৃষ্টি কাঁটা সরিয়ে আরো একবার শহর কলকাতায় ফিরতে চলেছে শীত। মেঘ কেটে আকাশ পরিষ্কার থাকায় বেলা বাড়লে সোয়েটার-জ্যাকেটে যেন একেবারে গলদঘর্ম অবস্থা হতে পারে। তবে কনকনে ঠান্ডা মালুম হবে না রাতের দিকে। উত্তরবঙ্গে হতে পারে বৃষ্টি।
গত ক’দিনের থেকে বৃহস্পতিবার খানিকটা পারদ চড়েছে কলকাতায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় শহরে শীত খানিকটা বাড়বে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি।। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস।শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮১ শতাংশ।
বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,শনিবার এক ধাক্কায় তাপমাত্রা কিছুটা নেমে যেতে পারে। ফিরতে পারে শীতের মেজাজ। তবে উত্তর বঙ্গের বৃষ্টি আজও কমবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তরের বিভিন্ন জেলায় আজও হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।
গতবছরের শীতের ইনিংস শুরু হয়েছিল টি-টোয়েন্টির মত ঝোড়ো ভাবেই। কিন্তু হঠাৎ করেই পশ্চিমি ঝঞ্ঝার কারনে সেই ইনিংস মন্থর হয়ে যাওয়ায় হতাশ হয়েছিল শীত প্রেমিরা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল বড়দিন হতে পারে শীতের উষ্ণতম দিন। বছরের শুরুটাও জমিয়ে করেছিল শীত। কিন্তু তারপরেই পশ্চিমি ঝঞ্ঝার কারনে রাজ্য জুড়ে জারি বৃষ্টি। মেঘলা আবহাওয়ার কারনে সেভাবে জমিয়ে ঠান্ডা উপভোগ করতে পারেনি রাজ্যবাসী। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বাঙালির প্রিয় উৎসব পৌষ পার্বনে থাকতে চলেছে শীতের আমেজ।