বাংলা হান্ট ডেস্ক: শীতের দাপট বজায় রয়েছে গোটা রাজ্যে। তাপমাত্রা সামান্য বাড়লেও কাঁপুনি দিচ্ছে উত্তুরে হাওয়া। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। শনিবারের পর থেকে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে সেই কারণে শীত উধাও হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকার সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণ বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। যদিও এর সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না বলে জানাচ্ছে হাওয়া অফিস।
রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়লেও শীত পুরোপুরি বিদায় নেবে না, ঠান্ডার তীব্রতা কিছুটা কমতে পারে মাত্র। ফলত আপাতত ভরপুর শীতের আমেজ বজায় থাকবে। আপাতত উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে আগামী সাত দিন। বৃষ্টির পূর্বাভাস নেই।
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে হাড়হিম করা শীত রয়েছে। আজ শনিবার ঘন কুয়াশার সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই সমস্ত জেলায়। উত্তরবঙ্গের বাকি কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।

দেখুন আরও খবর: নামমাত্র খরচে ভ্রমণ, খাবার সঙ্গে বিনোদন, জানত থেকেই বিশেষ জয়রাইড শুরু টয়ট্রেনে
উত্তরবঙ্গের সব জেলাতেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে থাকতে পারে আপাতত। পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কোল্ড ডে-র মত পরিস্থিতি অব্যাহত থাকবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আগামী কয়েকদিন উত্তরের আবহাওয়া এরকমই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।












