বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার কী ফের মুড সুইং? দক্ষিণবঙ্গে (South Bengal Weather) পরপর কিছুটা তাপমাত্রা বাড়তে এমন প্রশ্নই উঠছে সকলের মনে। আবহাওয়া দপ্তর বলছে সাগরে নিম্নচাপের কারণে পারদ চড়ছে। আপাতত তাপমাত্রা বাড়বে বই, কমবে না। তবে সংক্রান্তির আগে পর শীত ফেরার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা বাড়বে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রা হবে উর্দ্ধমুখী। ফলত শীতের আমেজ কমবে কিছুটা। যদিও শীত এখনই বিদায় নিচ্ছে না।
আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণ বঙ্গোপসাগরের তৈরি হওয়া গভীর নিম্নচাপ ধীরে ধীরে সরে শ্রীলঙ্কায় চলে গিয়ছে। এর সরাসরি কোনও প্রভাব এ রাজ্যের উপর পড়বে না। তবে নিম্নচাপের জেরে বাংলার আকাশে এখনও মেঘ রয়েছে। আর নিম্নচাপের মেঘে উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় তাপমাত্রা বাড়ছে।

দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি অথবা সামান্য বেশি থাকার সম্ভাবনা। কলকাতায় আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। ১৪ জানুয়ারির পর অর্থাৎ সংক্রান্তির পর তাপমাত্রা ফের কিছুটা কমবে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশা থাকবে।

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
তীব্র ঠান্ডার পরিস্থিতি বজায় থাকবে উত্তরবঙ্গে। আগামী চার-পাঁচ দিন আবহাওয়া একই রকম থাকবে। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতল দিনের ‘কোল্ড ডে’র মতো পরিস্থিতি থাকবে আরও দু’দিন। তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা নীচে থাকার সম্ভাবনা জেলায় জেলায়।
দেখুন আরও খবর: চোখ কপালে পুলিশের! শান্তিপুরে নিজের দোকান থেকে গয়না চুরি করলেন ব্যবসায়ী, কিন্তু কেন?
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং কোচবিহার ও জলপাইগুড়ি। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকাল ও রাতের দিকে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া।












