বাংলা হান্ট ডেস্ক: দেরিতে হলেও অবশেষে রাজ্য থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রস্থান ঘটতেই উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়া ঢুকতে শুরু করেছে রাজ্যে। আবহাওয়ার মেজাজে বদল একদম স্পষ্ট উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather) দুই বঙ্গেই। সকালের দিকে আর রাতের বাতাস শীতের (Winter) আগমনী বার্তা বয়ে আনছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস | South Bengal Weather
মঙ্গলের পর বুধেও কিছুটা নেমেছে তাপমাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবরের শেষ সপ্তাহ নাগাদ বা নভেম্বরের শুরুতে রাজ্য জুড়েই শীত পড়ে যাবে। অর্থাৎ মাঝে আর এক, দুটো সপ্তাহ। তার আগে রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আগামী কয়েকদিন। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
অক্টোবরের শেষ দিক থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী সাত দিনে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি হয়নি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বাতাসে এখনও জলীয় বাষ্পের উপস্থিতি থাকায় তাপমাত্রা খুব দ্রুত নামছে না। অর্থাৎ, আপাতত রাজ্যজুড়ে শুষ্ক মনোরম আবহাওয়া বিরাজ করবে। তারপর এন্ট্রি শীতের।
এদিকে বর্তমানে দক্ষিণ বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে এ রাজ্যে আবহাওয়ার সেভাবে হেরফের হবে না। আগামী পাঁচ দিন রাজ্যের আকাশ মূলত পরিষ্কার থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে উঁকি দেবে রোদ।
আরও পড়ুন: প্রধান বিচারপতির বেঞ্চে আর্জি কপিল সিব্বলের, সুপ্রিম কোর্টে রাজ্যের OBC মামলা নিয়ে বড় আপডেট
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের বেশ কিছুটা তাপমাত্রার পতন হয়েছে। ভোর ও রাতের দিকে মিলছে শীতের আমেজ। আপাতত উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার সহ সব জেলাতেই শুষ্ক ও মনোরম আবহাওয়া বিরাজ করবে। তবে চলতি সপ্তাহে ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের কোথাও কোথাও সামান্য বৃষ্টির
হলেও হতে পারে।