বাংলা হান্ট ডেস্ক: ভোরের শুষ্ক আবহাওয়া, ভোর ও রাতের দিকে হালকা শিরশিরানি, সবমিলিয়ে মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে এই পরিস্থিতিতে সাময়িক ইতি পড়তে চলেছে শনিবার। শীতের আগমনের মধ্যেইফের একবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে সপ্তাহান্তে।
দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি, কালীপুজোতেও ঝড়-জল? South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, উত্তর ভারত থেকে আসা শুষ্ক অপেক্ষাকৃত শীতল হাওয়ার সঙ্গে দক্ষিণ অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকে আসা উষ্ণ এবং জলীয় বাষ্পপূর্ণ হওয়ার সংঘাতে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। এর জেরেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভিজতে পারে। তালিকায় কলকাতাও? দেখে নিন।
হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। সাথে রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। এছাড়া উপকূলের জেলাগুলিতে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে।
মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে না কোথাও। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, ডিসেম্বরের আগে কলকাতায় শীতের সম্ভাবনা কম। বাতাসে এখনও জলীয় বাষ্পের উপস্থিতি থাকায় তাপমাত্রা খুব দ্রুত নামছে না। শনি-রবিবার বাদে রাজ্যে আপাতত পরিষ্কার কখনও কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে।
আরও পড়ুন: DA নয়, দীপাবলির আগে রাজ্যের এই কর্মীদের বেতন বৃদ্ধি পেল, কত টাকা পকেটে আসবে?
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহে। এছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টির সেভাবে পূর্বাভাস নেই। মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া। চলতি মাসের শেষ দিক থেকে শীত পড়ার সম্ভাবনা উত্তরে। বর্তমানে ভোর ও রাতের দিকে তাপমাত্রা বেশ কম থাকছে।