বাংলা হান্ট ডেস্ক: পূর্বাভাস মতো বৃষ্টি শুরু হয়ে গেল দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি (Rainfall) চলবে। ইতিমধ্যেই বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। বুধে ঝড়ের সম্ভাবনা কোন কোন জেলায়? জানুন আপডেট।
দক্ষিণবঙ্গে টানা ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি | South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। এর মধ্যে কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে (South Bengal Weather) বৃষ্টি চলবে। বজ্রপাত সহ পূর্বাভাস জারি রয়েছে জেলায় জেলায়।
বৃহস্পতিবার থেকে দুর্যোগ বাড়বে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে গোটা দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই। ভিজবে কলকাতাও। দোসর হবে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো হাওয়া।
বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ঝড় বৃষ্টির অধিক সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। কালবৈশাখী ঝড় উঠতে পারে বিকেলের দিকে। আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। বেশ কিছুদিন গরমে জ্বলেছে দক্ষিণবঙ্গ। টানা বৃষ্টির জেরে ভ্যাপসা গরম থেকে সাময়িক রেহাই মিলবে।
আরও পড়ুন: ওয়াকফ ইস্যুতে ধুন্ধুমার! এরই মধ্যে ধুলিয়ানে যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী
এক নজরে উত্তর: দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধে ভিজতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।