বাংলা হান্ট ডেস্ক: রবিবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় মেঘলা আকাশ। আগামীকাল কালীপুজো। তার আগে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন চার জেলাতে। সঙ্গী হতে পারে ঝোড়ো হাওয়া। কোথায় কোথায় তেড়ে আসছে বৃষ্টি? এক নজরে দেখে নিন পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে রবিতে বৃষ্টি ৪ জেলায় | South Bengal Weather
এদিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন চার জেলায়। উত্তর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা মাঝারি সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। দোসর হবে ঝোড়ো হাওয়া। স্থানীয়ভাবে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
আগামীকাল কালীপুজো। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে কিছু কিছু জেলায় মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। এবারে কালীপুজো, দীপাবলি এবং ভাইফোটা বৃষ্টির সম্ভাবনা নেই। নির্বিঘ্নেই কাটবে পুরোটা। উত্তর ভারত থেকে আসা শুষ্ক অপেক্ষাকৃত শীতল হাওয়ার সঙ্গে দক্ষিণ অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকে আসা উষ্ণ এবং জলীয় বাষ্পপূর্ণ হওয়ার সংঘাতে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে তা থেকে বৃষ্টি হবে এদিন।
এদিকে আবহাওয়া দপ্তর বলছে, আগামী সপ্তাহের শেষে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ তৈরী হলেও সেভাবে এর প্রভাব পড়বে না এ রাজ্যে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাংলায় মঙ্গলবার থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এই সাময়িক বৃষ্টির জেরে তাপমাত্রা বেড়েছে কিছুটা। উধাও হয়েছে শীতের আমেজ।
আজ রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রপাতের সঙ্গে হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে আর বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, কালিম্পং-এ। ধীরে ধীরে তাপমাত্রা কমবে আগামী সপ্তাহ থেকে।