বাংলা হান্ট ডেস্ক: উত্তরবঙ্গের পাশাপাশি এবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) কাঁপাচ্ছে শীত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় স্বাভাবিকের নিচে তাপমাত্রা। এমন শীত বহু বছর দেখেনি দক্ষিণবঙ্গবাসী। তিলোত্তমায় আজও তাপমাত্রা ১১ডিগ্রির আশপাশেই ছিল। যদিও আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহেই চিত্র বদলাব। তাপমাত্রা বাড়বে ফের। (West Bengal Weather Update)
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস (South Bengal Weather)
পশ্চিমী ঝঞ্ঝা ফের শীতের পথে বাধা। ফলত শীতের দাপট কমতে চলেছে দক্ষিণবঙ্গে। নতুন বছরের শুরুতেই বাড়বে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে, আগামী তিন-চারদিন দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় ফের ১৫ ডিগ্রিতে। পৌঁছে যাবে তাপমাত্রা।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা বাড়তে শুরু করবে। দুই থেকে তিন ডিগ্রি, তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তা সাময়িক। আবার দ্বিতীয় সপ্তাহে নামবে পারদ। ঝঞ্ঝার প্রভাব কেটে গেলেই ফের ঠান্ডা হাওয়া সমতলে নামবে। আবার শীতে জবুথবু দশা।
৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত আবারও নতুন করে ব্যাপক পারা পতন হবে বাংলার সব জেলাতেই। জাঁকিয়ে পড়বে ঠান্ডা। আপাতত আগামী সাতদিন দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তিব্র কুয়াশার প্রভাব থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভোর এবং সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
আরও পড়ুন: চিন্তা কিছুটা দূর হল! শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দপ্তর
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে (North Bengal Weather) জাঁকিয়ে বসেছে শীত। আগামী চারদিনে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরের জেলাগুলিতে একই রকম থাকবে আবহাওয়া। তবে এর পরের চার দিন ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা। দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পতনের পূর্বাভাস।

দার্জিলিঙের শুক্রবার পর্যন্ত তুষারপাতের সতর্কতা রয়েছে। এছাড়া হতে পারে বৃষ্টি। সামান্য বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পঙেও। ঘন কুয়াশার কড়া সতর্কতা উত্তরবঙ্গের সব জেলাতেই। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে একাধিক জায়গায়।












