বাংলা হান্ট ডেস্ক: আন্দামান সাগরে নতুন করে তৈরি তৈরী হয়েছে ঘূর্ণাবর্ত (Low Pressure)। যার জেরে উত্তাল থাকবে সমুদ্র। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকায় কড়া সতর্কতা জারি হয়েছে। তবে এই ঘূর্ণাবর্তের কোনও প্রভাব এ রাজ্যে পড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।আপাতত দক্ষিণবঙ্গ (South Bengal Weather) সহ গোটা রাজ্যেই আবহাওয়া শুষ্ক থাকবে বলে আপডেট আবহাওয়া দপ্তরের।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
রাজ্য থেকে বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে। এ কদিন দক্ষিণা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে দু-এক জায়গায় হালকা বৃষ্টি সম্ভাবনা থাকলেও আজ থেকে আর ভিজবে না কোনও জেলা। আপাতত শুক্রবার পর্যন্ত রাজ্যে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে।
আজ থেকে শুক্রবার অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ, ভাইফোঁটায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আজ থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। তবে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৫ অক্টোবর থেকে।
শনিবার উপকূলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও একই রকম থাকতে পারে পরিস্থিতি। আজ একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। বেলা বাড়তে মেঘ কেটে গিয়ে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। এদিকে আজ বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের আশঙ্কা থাকছে। বৃহস্পতিবার সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরে পরিস্থিতি কতটা বদলায় তা পরবর্তী আপডেট পেলে যুক্ত করা হবে।
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি, এছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ ও দুই দিনাজপুরে কোথাও বৃষ্টি হবে না আপাতত। ভাইফোঁটা পর্যন্ত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায়, হালকা ঠান্ডা ফিল হবে। আপাতত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে।