ভাইফোঁটায় দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি?কলকাতায় কেমন থাকবে আবহাওয়া, আগাম আপডেট

Published on:

Published on:

south bengal weather(108)

বাংলা হান্ট ডেস্ক: বর্ষা বিদায় হয়েছে ঠিকই, তবে বৃষ্টির বিদায় হয়নি। মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। দুর্গাপুজোর পর কালীপুজোতেও দু-এক পশলা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আগামীকাল ভাইফোঁটা। তাহলে কি ভাইফোঁটাতেও বৃষ্টি হবে? বৃহস্পতিবার কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন আবহাওয়ার আগাম আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর (South Bengal Weather)

আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। তবে স্বস্তির বিষয় হল আগামীকাল ভাইফোঁটাতে বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোথাও। তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছি থাকবে দক্ষিণবঙ্গে। তবে আগামীকাল থেকে বৃষ্টি হবে।

শুক্রবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। এই সমস্ত জেলায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। শনিবার বৃষ্টি বাড়বে। শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

south bengal weather(102)

আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চল। তা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা হলেও এর প্রভাবেই শুক্রবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।

south bengal weather(105)

আরও পড়ুন: পতন প্রায় ৩৪ হাজার টাকা! ভাইফোঁটার আগে হু হু করে কমল সোনা-রুপোর দাম, এই সুযোগ আর আসবে না…

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

আজ বৃহস্পতিবার বৃষ্টি হবে না উত্তরবঙ্গেও। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টি হতে পারে। এরপর শনি এবং রবিবারও এই দুই জেলার পাশাপাশি জলপাইগুড়িও ভিজবে। সোমবার উত্তরবঙ্গের আটজেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে স্বল্প সময়ের জন্য।