টানা চার দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, বুধে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন সম্পূর্ণ পূর্বাভাস

Published on:

Published on:

south bengal weather(67)

বাংলা হান্ট ডেস্ক: অক্টোবর মাস শেষ হতে চলল। তবে এখনও দিনের বেলায় ঘাম ঝরছে রীতিমতো। ভাইফোঁটাতেও বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চল। তা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা। এর সরাসরি প্রভাব এ রাজ্যে না পড়লেও সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে, উইকেন্ডে বদলে যাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই যদিও। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে।

বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনও জেলায়। ভাইফোঁটা কাটবে নির্বিঘ্নেই। তবে শুক্রবার থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে।

শনিবার বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এরপর রবিবার ও সোমবারও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি হবে না আর। তবে শনিবার থেকে সোমবার দক্ষিণবঙ্গের মোটামুটি সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

South Bengal Weather

আরও পড়ুন: সর্বক্ষণ অনুভব করেন অভিষেকের উপস্থিতি, কালীপুজোয় ‘অলৌকিক’ অভিজ্ঞতার সম্মুখীন স্ত্রী সংযুক্তা

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে আজ ও আগামীকাল বৃষ্টি হবে না। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং হালকা বৃষ্টি হতে পারে। এরপর শনি এবং রবিবারও এই দুই জেলার পাশাপাশি জলপাইগুড়িতেওভিজতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গের সবক’টি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।