বাংলা হান্ট ডেস্ক: ভোর ও রাতে হালকা শীত, মনোরম আবহাওয়া রাজ্যজুড়ে। তবে এরই মধ্যে ফের কড়া নাড়ছে বৃষ্টি। আবহাওয়া দপ্তর বলছে, ভারী শীত পড়তে এখনও বেশ কিছুটা দেরি রয়েছে। তার আগে নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভিজবে উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather) দুই বঙ্গই। আজ শনিবার দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার খবর জেনে নিন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ ২৫ অক্টোবর প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এই তিন জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ২৬ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এরপর ২৭ অক্টোবর বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টি হবে না কোথাও। হালকা বৃষ্টি হতে পারে। ২৮ অক্টোবর মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। এদিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মাঝারি বৃষ্টিপাত হবে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর বলছে আগামী সপ্তাহ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। মঙ্গল এবং বুধবার দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এছাড়া বজ্রঝড় ও ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: কেটেছে জট, গোটা শহর জুড়বে মেট্রো, নিউ গড়িয়া-বিমানবন্দর রুটে পরিষেবা নিয়ে এল বিরাট আপডেট
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া উত্তরবঙ্গের আট জেলাতেই কম-বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আগামী সপ্তাহে বৃষ্টি বাড়বে উত্তরে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।













