বাংলা হান্ট ডেস্ক: দুর্যোগের পুর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। শনিবারের পর রবিতেও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। সাথে কালবৈশাখীর চূড়ান্ত সতর্কতা জারি। বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি হবে শিলাবৃষ্টিও। এদিন উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে কালবৈশাখীর সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের।
টানা ঝড়-বৃষ্টি দক্ষিণবঙ্গে | South Bengal Weather
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এদিন ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
গতকাল রাত থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়ে গেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে।
রবিবার কলকাতাতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হতে পারে। শহরের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বজ্রপাত সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে বৃষ্টির অধিক সম্ভাবনা। মোটের উপর সমস্ত জেলাই এদিন কম-বেশি ভিজতে পারে।
ভিডিও দেখুন: https://youtu.be/F53fJHa7ai0?si=jLRHI_8DiAnwifgR
আজ শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে পূর্ব বর্ধমান ও নদিয়া জেলাতে। এরপর আগামীকালও বৃষ্টি চলবে। ২৮ এবং ২৯ এপ্রিল মূলত ভিজতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার সামান্যই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: পাক-বিরোধী স্লোগান, পাকিস্তানের পতাকা পোড়াতে নিষেধ বাংলার পুলিশের! ফুঁসে উঠলেন অমিত মালব্য
উত্তরবঙ্গের (North Bengal Weather) সমতলের কিছু কিছু জায়গায় সকাল থেকে মেঘলা আকাশ। গতকাল রাতে বৃষ্টিও হয়েছে। রবিবার উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।