অক্ষয় তৃতীয়াতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়! বজ্রপাত সহ চলবে বৃষ্টি, আবহাওয়ার আগাম খবর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এপ্রিলের শেষে গরমের দাবদাহ থেকে সাময়িক রেহাই। শনিবার থেকে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায়। বুধবার অক্ষয় তৃতীয়ার দিনেও সেই ধারা অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।
আবার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বিস্তৃত হয়েছে একাধিক নিম্নচাপ অক্ষরেখা। এই দুইয়ের জোড়া চাপে বৃষ্টি চলবে রাজ্যজুড়ে।

অক্ষয় তৃতীয়াতেও ভিজবে দক্ষিণবঙ্গ | South Bengal Weather

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুমুল বৃষ্টি, ঝড় ও বজ্রপাতে জারি হয়েছে সতর্কতা। ঝড়-জলের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। সন্ধের দিকে ঝড়ের সম্ভাবনা। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে কোথাও কোথাও।

Rain in North Bengal Kolkata South Bengal weather West Bengal weather update

অধিক বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটার আবার কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। বজ্রপাত সহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও হতে পারে কোথাও কোথাও।

বৃষ্টির জেরে অনেকটা তাপমাত্রা নেমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা। আপাতত কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত কয়েকদিন মনোরম আবহাওয়া বিরাজ করবে। আগামী দিন কয়েক গরম কমবে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। উইকেন্ডে ফের বাড়বে তাপমাত্রা।

আরও পড়ুন: নজরে মুসলিম ভোটব্যাংক! ভোটের আগেই BJP-তে যোগ দিচ্ছেন তসলিমা নাসরিন? বড় খবর সামনে

বুধবার উত্তরবঙ্গেও (North Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের জেলা অর্থাৎ দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙে। বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও। হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X