আজ থেকে বাড়বে তাপমাত্রা! দক্ষিণবঙ্গে কি তাহলে শীতের ইতি? আজকের আবহাওয়া

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: জাঁকিয়ে বসেছিল শীত। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আপাতত কিছুটা বাড়বে তাপমাত্রা। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে পারদ ধীরে ধীরে চড়বে। শীত তীব্র হওয়ার সম্ভাবনা কম। তবে কি নতুন বছরের শুরুতেই শীত বিদায়? নাকি ফের নামবে তাপমাত্রা?

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর বলছে, আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। আজ ও আগামীকাল ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। এরপর পরবর্তী তিন দিন তাপমাত্রা খুব একটা ওঠানামার সম্ভাবনা নেই। এই সময় শীতের আমেজ কমবে। তবে ফের আবহাওয়া বদলাবে আগামী সপ্তাহে।

সোমবার পর্যন্ত শীতের কাঁপুনি খানিকটা কম থাকলেও আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে ফের ঠান্ডা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী সপ্তাহে ঝঞ্ঝার প্রভাব কেটে গেলে ফের ঠান্ডা হাওয়া সমতলে নামবে। শীত বাড়বে রাজ্যে।

আপাতত আগামী সাতদিন দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কুয়াশার প্রভাব থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ভোর এবং সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশায় মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, নদিয়া ও বীরভূম এই সব জেলায় দৃশ্যমানতা কিছুটা নেমে যাবে।

আরও পড়ুন: গ্রক এআই নিয়ে বিপাকে ইলন মাস্কের ‘এক্স’, অশ্লীল ছবি তৈরির অভিযোগে ৭২ ঘণ্টার আল্টিমেটাম কেন্দ্রের

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে (North Bengal Weather) তীব্র শীতের দাপট রয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা। দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পতনের পূর্বাভাস রয়েছে। দার্জিলিঙে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের আশঙ্কাও রয়েছে। এছাড়া হতে পারে বৃষ্টি। সামান্য বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পঙ সহ কিছু জেলায়। দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার কারণে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিও কুয়াশার প্রভাব থাকবে।