বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে তাপমাত্রা বাড়লেও কাঁপুনি ধরাচ্ছে উত্তুরে হাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তুরে হাওয়ার দাপট রয়েছে সকাল থেকে। তাই এদিন ঠান্ডার দাপট খুব একটা কমে নি। আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত শীতের দাপট চলবে। আগামীকাল থেকে আরও নামবে পারদ।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও কড়া শীতের আমেজ রয়েছে। এদিন কলকাতা সহ একাধিক জেলায় সকাল থেকে আকাশ মেঘলা ছিল। আর এর জেরেই ঠান্ডা আরও বেড়েছে বেলায়। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নতুন সপ্তাহ থেকে ফের তাপমাত্রা নামবে।
সোমবার থেকে আগামী তিন দিনে নতুন করে দুই থেকে তিন ডিগ্রি নামবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তারপর বৃহস্পতিবার থেকে আর বাকি সপ্তাহে আর তেমন হেরফেরের সম্ভাবনা নেই। নতুন সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি নীচে থাকবে দক্ষিণবঙ্গে। অর্থাৎ শীত আরও জাঁকিয়ে বসবে।
উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হবে না আপাতত। সর্বত্র শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে। কিছু কিছু জেলায় ঘন কুয়াশার জেরে সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে। তালিকায় পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ।

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের হাড় হিম করা ঠান্ডা রয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও নামার পূর্বাভাস দিয়েছে আলিপুর। দার্জিলিঙে তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও। শীতের দাপট আরও বাড়বে আগামী কয়েক দিনে।

উত্তরবঙ্গে (North Bengal Weather) আগামী কয়েকদিনে তাপমাত্রা দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে আরও। ঘন কুয়াশার কড়া সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। বাকি জেলাগুলিতেও কুয়াশা থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি নীচে থাকার পূর্বাভাস।












