বাংলা হান্ট ডেস্ক: ফের জাঁকিয়ে শীত। দক্ষিণবঙ্গ জুড়ে কাঁপুনি ধরাচ্ছে উত্তুরে হাওয়া। সকাল থেকে রাত, ঠান্ডা হাওয়ায় জমিয়ে শীত উপভোগ করছে দক্ষিণবঙ্গবাসী (South Bengal Weather)। এরই মধ্যে আবার আবহাওয়া দপ্তর দিয়েছে আরও সুখবর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে শুরু করে ১২ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই জাঁকিয়ে শীত পরার সম্ভবনা। বেশ খানিকটা নামবে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
গত কয়েকদিন পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। তবে আপাতত ঝঞ্ঝার প্রভাব কেটে গিয়েছে। হু হু করে নামছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, এই সপ্তাহে সর্বোচ্চ আরও ৪ ডিগ্রি নামবে পারদ পতনের সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রা নামবে সব জেলাতেই।
হাওয়া অফিস বলছে, আগামী তিন দিনে নতুন করে দুই থেকে তিন ডিগ্রি নামবে দক্ষিণবঙ্গে। তারপর বৃহস্পতিবার থেকে আর বাকি সপ্তাহেও সামান্য পারদ পতন হলেও বড় হেরফেরের সম্ভাবনা নেই। আপাতত স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি নীচে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা।
ঠান্ডা বাড়লেও আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুকনো আবহাওয়া বজায় থাকবে। সর্বত্র থাকবে কুয়াশার দাপট। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া এবং বীরভূম এই সব জেলায় অধিকার কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে।

আরও পড়ুন: খুলে গেল সুপ্রিম কোর্ট, DA মামলার চূড়ান্ত রায়দান কবে? জানুন আপডেট
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের হাড় কাঁপানো শীতের দাপট আরও বেড়েছে। তাপমাত্রা আরও নামার পূর্বাভাস রয়েছে আজ থেকে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিনে তাপমাত্রা দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি কমতে পারে আরও। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, নতুন সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। পাশাপাশি একাধিক জেলায় হবে বৃষ্টি।
দার্জিলিঙে তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া রয়েছে ঘন কুয়াশার কড়া সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে কুয়াশার প্রভাব বেশি থাকবে।












