আচমকাই বদলে যাবে আবহাওয়া! দক্ষিণবঙ্গ নিয়ে নয়া সতর্কতা আবহাওয়া দপ্তরের

Published on:

Published on:

South Bengal Weather
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতের কাঁপুনি বাড়ছে ফের। গত কয়েকদিন পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রা বাড়তে শুরু করেছিল। তবে এবার ঝঞ্ঝার প্রভাব কাটতেই ফের পারদ পতন হবে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আজ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

ফের জাঁকিয়ে শীত পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। পশ্চিমি ঝঞ্ঝা দুর্বল হলে উত্তুরে হাওয়া ফের অবাধে ঢুকবে। যার জেরে তাপমাত্রা নামবে। আজ থেকে আগামী তিন দিনে নতুন করে দুই থেকে তিন ডিগ্রি নামবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তারপর পরবর্তী তিন দিনে তেমন হেরফেরের সম্ভাবনা নেই। নতুন সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি নীচে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

কলকাতায় বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট। সপ্তাহের মাঝামাঝিতে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে শহরের তাপমাত্রা। পাশাপাশি কুয়াশার প্রভাব বাড়বে। আপাতত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া এবং বীরভূম এই সব জেলায় কুয়াশার দাপট বেশি থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হবে না আপাতত। সর্বত্র শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

south bengal weather(159)

আরও পড়ুন: সত্যিই কি শ্রীলঙ্কায় স্থানান্তরিত হবে বাংলাদেশের ম্যাচ? কবে সিদ্ধান্ত জানাবে ICC?

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের কনকনে শীত রয়েছে। নতুন সপ্তাহে তাপমাত্রা আরও নামার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, নতুন সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। যার জেরে শীতের কামড় আরও চওড়া হবে উত্তরে।

আজও দার্জিলিঙে তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও। ঘন কুয়াশার কড়া সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। বাকি জেলাগুলিতেও কুয়াশার প্রভাব লক্ষ করা যাবে। যার জেরে দৃশ্যমানতা অনেকটা নেমে যেতে পারে।