বাংলা হান্ট ডেস্ক: শীতের কাঁপুনি সমানে বাড়ছে দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। আবহাওয়া অফিসের পূর্বাভাস মতোই, মঙ্গলবার এক ধাক্কায় ৯ ডিগ্রি নীচে নেমে গেল কলকাতার (Kolkata) তাপমাত্রা। হাড় কাঁপছে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও। এখানেই কি শেষ? আবহাওয়া দপ্তর দিচ্ছে অন্য আপডেট। আর কতটা নামবে তাপমাত্রা? দেখুন আবহাওয়ার আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যা শীত পড়েছে, সাম্প্রতিক অতীতে এই রকম চিত্র দেখেনি দক্ষিণবঙ্গবাসী। দিনভর শীতের কাঁপুনি বাড়াচ্ছ কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়া। গত ১৩ বছরের রেকর্ড ভেঙে রাজ্যে খেলা দেখাচ্ছে শীত। আবহাওয়া দপ্তর বলছে, আগামী ১২ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের দাপট থাকবে চরমে।
আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে দক্ষিণবঙ্গে। তার পরবর্তী তিন দিন অর্থাৎ বাকি সপ্তাহ তাপমাত্রা একইরকম থাকবে। এরই মধ্যে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়াতে ‘কোল্ড অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর বলছে, আপাতত রাতের তাপমাত্রার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নিচে যেতে পারে। রাতের দিকে বাড়বে কাঁপুনি আরও। সর্বোচ্চ তাপমাত্রা বিভিন্ন জেলাতে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত নিচে থাকবে। দক্ষিণবঙ্গ কুয়াশার সতর্কতাও রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
জেলায় জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। মূলত পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া এবং বীরভূম এই সব জেলায় অধিক কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গের আপাতত বৃষ্টি হবে না কোথাও।

আরও পড়ুন: সাদা খাতা জমা দিয়েই চাকরি! পুরসভা নিয়োগে ভয়াবহ দুর্নীতির ছবি তুলে ধরল সিবিআই চার্জশিট
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
দক্ষিণবঙ্গে রেকর্ড ঠান্ডা দেখে উত্তরবঙ্গের চিত্র কল্পনা করতে পারছেন সকলেই। উত্তরবঙ্গের মূলত উপরের জেলাগুলিতে ঠান্ডার কারণে ঘরের বাইরে বেরোনোও সমস্যা হয়ে পড়ছে। দিনভর উত্তুরে হাওয়ার দাপট। আরও নেমেছে তাপমাত্রা। চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকার পূর্বাভাস রয়েছে।

দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিনও। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসার সম্ভাবনা একাধিক জেলায়।












