সাগরে ফুঁসছে নিম্নচাপ! আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে শীতের জোড়া ‘খেলা’, আবহাওয়ার আগাম খবর

Published on:

Published on:

south bengal weather(188)
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীত যে এতটা ভয়ঙ্কর রূপ নিতে চলেছে, তা কিছুদিন আগে পর্যন্তও টের পাওয়া যাচ্ছিল না। যদিও শীতের দাপট যে এবার বেশি থাকবে তা আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলায় জেলায় জাঁকিয়ে বসেছে ঠান্ডা। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আরও কিছুটা তাপমাত্রা নামতে পারে চলতি সপ্তাহে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

মঙ্গলবার এক ধাক্কায় ৯ ডিগ্রি নীচে নেমে যায় কলকাতার (Kolkata) তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে শীত আরও বাড়ার নেপথ্যে রয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। ইতিমধ্যেই গত ১৩ বছরের রেকর্ড ভেঙে রাজ্যে খেলা দেখাচ্ছে শীত। আবহাওয়া দপ্তর বলছে, আগামী ১২ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের দাপট থাকবে চরমে। বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে দক্ষিণবঙ্গে।

শুক্রবার থেকে পরবর্তী তিন দিন অর্থাৎ বাকি সপ্তাহ তাপমাত্রা একইরকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। এরই মধ্যে শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর। মঙ্গলবার থেকেই পূর্ব বর্ধমান ও বীরভূমে ‘কোল্ড অ্যালার্ট’। এছাড়া বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়াতেও শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি হবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নিচে থাকবে। অধিকাংশ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা বিভিন্ন দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত নিচে থাকবে। দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। জেলায় জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।

আপাতত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সাত দিন। কুয়াশার অধিক দাপট থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া এবং বীরভূমে।

south bengal weather(178)

আরও পড়ুন: ২০২৬-এ এক দফাতেই ভোট হতে পারে বাংলায়, SIR শুনানির মাঝেই কমিশনের বড় ইঙ্গিত

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে অবস্থা আরও খারাপ। দার্জিলিং-এ তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রিতে। পাল্লা দিয়ে তাপমাত্রা নেমেছে সমতলের কোচবিহার, জলপাইগুড়ির মতো জেলাগুলিতেও। আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বাড়ছে উত্তুরে হাওয়ার দাপটও।

আপাতত উত্তরবঙ্গের সব জেলাতেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকার পূর্বাভাস রয়েছে।
দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় রয়েছে তুষারপাত সম্ভাবনাও। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বাকি জেলাগুলিতেও কুয়াশার প্রভাবে সমস্যা বাড়বে।