দক্ষিণবঙ্গে নয়া রেকর্ড শীতের! ৪ ডিগ্রি পর্যন্ত নামবে তাপমাত্রা, বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়

Published on:

Published on:

south bengal weather(179)
Follow

বাংলা হান্ট ডেস্ক: আবহাওয়ার ঘন ঘন মুড সুইং। এই তাপমাত্রা বাড়ছে তো এই কমছে। তবে শীতের আমেজ রয়েছে ভরপুর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত কয়েকদিন দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীতের আমেজ সামান্য ফিকে হলেও আজ থেকে উত্তুরে শীতল হাওয়ার দাপটে কাঁপুনি বাড়বে। কলকাতা সহ গোটা রাজ্যেই শীতের দাপট বাড়বে চলতি সপ্তাহে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে। আগামী ১২ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের দাপট অনুভূত হবে। বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে দক্ষিণবঙ্গে। তার পরবর্তী তিন দিন তাপমাত্রা একইরকম থাকবে। জমিয়ে শীতের স্পেল চলবে দু’সপ্তাহ।

রাজ্যে রাতের তাপমাত্রার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নিচে যেতে পারে বলে পূর্বাভাস। সর্বোচ্চ তাপমাত্রা বিভিন্ন জেলাতে দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত নিচে থাকার পূর্বাভাস। দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

জেলায় জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। মূলত পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া এবং বীরভূম এই সব জেলায় অধিক কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শুকনো আবহাওয়া বজায় থাকবে আগামী সাত দিন।

south bengal weather(181)

আরও পড়ুন: মুস্তাফিজুরের জন্য খরচ করা ৯.২ কোটি টাকা কীভাবে ফেরত পাবে KKR? কী বলছে নিয়ম?

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিনও। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।

উত্তরের তিন জেলায় ঘন কুয়াশার কারণে কড়া সতর্কতা জারি। দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসার সম্ভাবনা জেলায় জেলায়। তার ওপর দুই ডিগ্রি থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামার পূর্বাভাস রয়েছে আগামী কয়েক দিনে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।