বাংলা হান্ট ডেস্ক: শীতের দাপটে জবুথবু গোটা বাংলা। উত্তরবঙ্গের পাশাপাশি এবার দক্ষিণবঙ্গেও (South Bengal Weather) শীত দাবাং মুডে! প্রতিদিনই নামছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে, বৃহস্পতিবার পর্যন্ত ঠান্ডা আরও বাড়তে পারে। তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা। ফলটি চলতি সপ্তাহে ঠান্ডা প্রায় একই রকমই থাকবে। কমার সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামবে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার পরে আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। মোটের উপর একই রকম থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর বীরভূম ও পশ্চিম বর্ধমানে আগামিকালও শৈত্যপ্রবাহের সতর্কতা করেছে৷ বৃহস্পতিবার শীতল দিনের সতর্কতা রয়েছে হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও। আপাতত ১২ জানুয়ারি পর্যন্ত শীতের দাপট একই রকম থাকার পূর্বাভাস।
জেলায় জেলায় কুয়াশার জেরে দৃশ্যমানতা নেমে যাওয়ায় সম্ভাবনা। জারি রয়েছে সতর্কতা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। এর মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় কুয়াশার সতর্কতা জারি রয়েছে। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে।
আরও পড়ুন: বছর শুরুতেই রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ খবর, বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে শীতের কামড় আরও চওড়া হচ্ছে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এক-দু’টি স্থানে শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিঙ সহ সমস্ত জেলাতেই কুয়াশার সতর্কতা জারি রয়েছে। কোথাও কোথাও ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটারে নেমে আসতে পারে।

আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আপাতত উত্তরবঙ্গের সব জেলাতেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার-পাঁচ ডিগ্রি সেলসিয়াস নীচে থাকার সম্ভাবনা। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় রয়েছে তুষারপাত ও হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতেও।












