বাংলা হান্ট ডেস্ক: বুধবারের পর বৃহস্পতিবারও কিছুটা বাড়ল তাপমাত্রা। কুয়াশার চাদর সরিয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে উঁকি দিল রোদ। তবে রোদ থাকলেও সমানে দাপট দেখাচ্ছে কনকনে ঠান্ডা হাওয়া। পাশাপাশি এখনও শহর ও জেলায় জেলায় স্বাভাবিকের নিচে তাপমাত্রা। যম ঠান্ডার পর রোদের ঝলকানি দিয়ে কী শীতের দাপট শেষ? নকি নতুন করে শুরু হবে খেলা? জানাল আবহাওয়া দপ্তর। (West Bengal Weather)
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর বলছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে একই রকম থাকবে আবহাওয়া। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে রাতের তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তারপর থেকে ফের বাড়বে তাপমাত্রা। শনিবারের পর থেকে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার পর্যন্ত জমিয়ে শীতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তারপর তাপমাত্রা বাড়লেও শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা-সহ বেশ কিছু জেলায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকবে। রবিবার পর্যন্ত ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।
এর মধ্যে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। আপাতত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টির পূর্বাভাস নেই।

আরও পড়ুন: ‘মমতার বাড়িতে রেড হলে ১০০ কোটি মিলবে!’ ED অভিযানের মাঝে বিস্ফোরক শুভেন্দু অধিকারী
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
শুক্রবারও উত্তরবঙ্গের ঘন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটারে নেমে যেতে পারে। বাকি সমস্ত জেলাতেও কুয়াশার সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা বেশি বদলাবে না, পূর্বাভাস হাওয়া অফিসের। গত কয়েকদিন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এক-দু’টি স্থানে শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে হয়েছে। আপাতত উত্তুরে হাওয়ার দাপট অব্যাহত থাকবে উত্তরের সমস্ত জেলায়।












