বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) শীতের দেখা নেই এদিকে ফের হাজির পশ্চিমী ঝঞ্ঝা। আজই নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে রাজ্যে৷ উত্তর ভারতের আকাশে জেট স্ট্রিম উইন্ড অ্যাক্টিভ রয়েছে৷ ঘূর্ণাবর্ত রয়েছে অসম ও রাজস্থানে৷ উত্তরপ্রদেশ থেকে উত্তর রাজস্থান পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবেও রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালী হওয়ার সংঘাতে উইকেন্ডে ফের হাওয়া বদলের পূর্বাভাস। (West Bengal Weather Update)
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পূর্ব বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। যার জেরে কুয়াশার দাপট বাড়বে রাজ্য জুড়ে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে সামান্য তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোথাও কোথাও ২ ডিগ্রি পর্যন্ত পারদ চড়ার পূর্বাভাস। সপ্তাহান্তে ফের তাপমাত্রা নামবে।
শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। কলকাতা (Kolkata), হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ কোথাও বৃষ্টি হবে না। শুকনো থাকবে আবহাওয়া।
বৃষ্টি না হলেও দক্ষিণবঙ্গে ভোগাবে কুয়াশা। বৃহস্পতিবার ঘন কুয়াশা থাকতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। কোনো কোনো জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। জারি সতর্কতা।
আরও পড়ুন: আজকের রাশিফল ২২ জানুয়ারি, ব্যবসায় বাজিমাত এই চার রাশির
আরও পড়ুন: বদলে গেল সব হিসেব, ‘চিরসখা’কে জায়গা দিতে এই সিরিয়াল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জলসার!
উত্তরবঙ্গে ফের নেমেছে তাপমাত্রা। আজ ও আগামীকাল মালদহ দুই দিনাজপুর ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে। শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে কুয়াশার সতর্কতা। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের (North Bengal Weather) দার্জিলিঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গেই হতে পারে তুষারপাতও।