স্লগ ওভারে চালিয়ে খেলবে শীত

বাংলাহান্ট ডেস্কঃ  বৃষ্টির পরেই আবার জাঁকিয়ে শীত পড়ছে শীত। আগামী কাল থেকেই শুরু হচ্ছে শীতের শেষ ইনিংস। বুধবার থেকেই দক্ষিণ বঙ্গে নেমেছে বর্ষা। বৃহস্পতি বার শহর কলকাতা থমকে গিয়েছিল বৃষ্টিতে। বিভিন্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে আজও। বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এও।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় খানিক বেশি। বুধবার সকালে  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ২২.৮ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ। আগামী দু-তিন দিন রাতের তাপমাত্রা কমবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

2 03 39 06 Winter in Kolkata 1 H@@IGHT 450 W@@IDTH 600

উত্তর পশ্চিম ভারতে ভারী শৈত্য প্রবাহের বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর।  হরিয়ানা, রাজস্থান, চন্ডিগড়, পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ সহ উত্তর পশ্চিম ভারতের সব জায়গায় জায়গায় ভারী কুয়াশার সর্তকতা বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার ফলে জম্মু কাশ্মীরেও তুষারপাতের সম্ভাবনা বর্তমান।

আগামী কয়েক দিনে রাজ্যের বিভিন্ন অংশের তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রি পর্যন্ত। চলবে সপ্তাহ খানেক। তার পর ফিকে হয়ে যাবে এই মরশুমের শীত। প্রসঙ্গত, ই মরশুমে পশ্চিমি ঝঞ্ঝার খাম খেয়ালি পনার কারনে শীতের তেমন মজাটাই পায়নি কলকাতা বাসিরা।  শীতের বেশীর ভাগটাই ছিল হয় তীব্র হাড় কাপানো শীত নয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টি। হঠাৎ করেই পশ্চিমি ঝঞ্ঝার কারনে সেই ইনিংস মন্থর হয়ে যাওয়ায় বারবার হতাশ হয়েছিল শীত প্রেমিরা। নতুন বছরেও বৃষ্টি হয়েছে কয়েকবার। শীতও ফিরেছে বারবার স্বমহিমায় । মাঘেও তার ব্যতিক্রম হল না।


সম্পর্কিত খবর