উইপ্রো এবং তাদের ফাউন্ডেশন (আজিম প্রেমজি ফাউন্ডেশন) কোরোনার এই সঙ্কটে ১১২৬ কোটি টাকা সাহায্য করার ঘোষণা করেছে । এর আগে রতন টাটা এবং মুকেশ আম্বানি। আর এবার এই তালিকায় এলেন প্রেমজি। আজিম প্রেমজির নাম বিশ্বের ৯টি বৃহত্তম দানবগুলির মধ্যে একটি।
তবে উনি বা উনার সংস্থা উইপ্রো প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে কোনো টাকা দেবেন না। আজিম প্রেমজি নিজের ফাউন্ডেশনের মাধ্যমে করোনার বিরুদ্ধে লড়াই করার কথা বলেছেন। অর্থাৎ নিজের ফাউন্ডেশনের জন্যেই কথিত টাকা বরাদ্দ করবেন যা করোনা বিরুদ্ধে লড়াইতে কাজে লাগানো হবে। টাটা প্রধানমন্ত্রী তহবিলে ১৫০০ কোটি অন্যদিকে রিলায়েন্স প্রধানমন্ত্রী তহবিলে ৫০০ কোটি অনুদান দিয়েছে।
জানিয়ে দি, স্বাস্থ্য পরিষেবা ও মানবিক সংকটকে সামনে রেখে উইপ্রো লিমিটেড, উইপ্রো এন্টারপ্রাইজস এবং আজিমপ্রেমী ফাউন্ডেশন একসাথে ১১২৫ কোটি টাকা ব্যয় করবে। এই পরিমান অর্থ ক্ষতিগ্রস্থ অঞ্চলে মানবিক সহায়তা, স্বাস্থ্য সুবিধা বাড়ানোর জন্য ব্যবহৃত হবে। এটি আজিম প্রেমজি ফাউন্ডেশনের 1600 কর্মচারীর একটি দল বাস্তবায়ন করবে বলে জানা যাচ্ছে।
গত শনিবার মোদী করোন ভাইরাস মহামারী মোকাবেলায় জরুরি অবস্থা পরিস্থিতি তহবিলের (প্রধানমন্ত্রী-কারেস) প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা এবং ত্রাণ স্থাপনের ঘোষণা করেছিলেন। কারণ গত সপ্তাহ থেকে ভারতে লক ডাউন চলছে।
আর্থিক সাহায্য দেওয়ার জন্য বেশ কয়েকটি কেন্দ্রীয় মন্ত্রী, বেসরকারী সত্ত্বা, শিল্পপতি ও সরকারী সংস্থা প্রধানমন্ত্রীর ঘোষণায় সাড়া দিয়ে তহবিলের অবদান রেখেছেন। তাছাড়াও ভারতের মানুষদের পাশে সাহায্যের হাত বারিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীরা।
উইপ্রোর এক বিবৃতিতে বলা হয়েছে , উইপ্রো লিমিটেড, উইপ্রো এন্টারপ্রাইজস এবং আজিম প্রেমজি ফাউন্ডেশন একসাথে ১১২৫ কোটি টাকা অনুদান দিচ্ছে। ভারতে মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে এই বিপুল অর্থ দেওয়া হয়েছে। এই পরিমাণ অর্থের মধ্যে, উইপ্রো লিমিটেড ১০০ কোটি, উইপ্রো এন্টারপ্রাইজগুলি ২৫ কোটি এবং আজিম প্রেমজি ফাউন্ডেশন ১০০০ কোটি টাকা সরবরাহ করবে।