বাংলা হান্ট নিউজ ডেস্ক: এই মুহূর্তে ক্রীড়াজগৎ মেতে রয়েছে ফ্রেঞ্চ ওপেন নিয়ে। আজ রাতে রয়েছে নাদাল বনাম জোকোভিচ মহারণ। সেই ম্যাচ নিয়ে উত্তেজনায় ফুটবল টেনিসপ্রেমীরা। এর মাঝেই চিনের মহিলা টেনিস তারকা ছিনওয়েন ঝ্যাং-এর সাথে ঘটলো এমন একটি ঘটনা যা দেখে দুঃখিত হয়েছে টেনিসপ্রেমীরা। তাকে অনেকেই সমবেদনা জানিয়েছেন।
ফ্রেঞ্চ ওপেনের চর্তুর্থ রাউন্ডের ম্যাচ খেলেছিলেন চাইনিজ তারকা। তার প্রতিপক্ষ ছিল পোল্যান্ডের ইগা জিনটেকে। ম্যাচের মাঝেই আচমকা অস্বস্তি শুরু হয় তার, ফলে হঠাৎ খেলা থামাতে হয় তাঁকে। বুঝতে পারেন ঋতুস্রাবের যন্ত্রণা শুরু হয়েছে। ম্যাচ রেফারির কাছে শারীরিক সমস্যার কথা উল্লেখ করে কিছুক্ষণের বিরতি নেন। তবে তারপরে কোর্টে ফিরে ঠিকঠাক খেলতে পারেননি ছিনওয়েন। ফলে টুর্নামেন্ট থেকে হেরে বিদায় নিতে হয় তাকে।
এই হতাশাজনক হারের পরে ছিনওয়েন মন্তব্য করেন, ‘‘ছেলে হলেই পারতাম!’’ তার এই মন্তব্য নিয়ে এবার নতুন করে শুরু হয়েছে জল্পনা। জানা যাচ্ছে যে, খেলার শুরুতে কোনওরকম অসুবিধে টের পাননি চাইনিজ তারকা। কিন্তু আচমকাই তার পেটে খিঁচ ধরে। পায়ের মুভমেন্টে অসুবিধে হতে থাকে, কোর্ট কভার করতে ব্যর্থ হচ্ছিলেন।
এইবিষয়ে ছিনওয়েন পরে বলেন, ‘‘পা চলছিল না আর, ম্যাচ খেলতে খেলতে মনে হচ্ছিল পেটে অস্বাভাবিক যন্ত্রণা হচ্ছে। আর খেলা অসম্ভব হয়ে পড়েছিল।’’ এই ঘটনার পর তাকে সমবেদনা জানিয়েছে গোটা বিশ্বের টেনিসপ্রেমীরা। মেয়েদের ঋতুস্রাবের সমস্যা নিয়েও নানান জল্পনা চলছে নেটিজেনদের মধ্যে।