বছর কাঁপাল হরর-কমেডি, ২৬ টি ফ্লপ নিয়ে ১২ বছর পর রেকর্ড বলিউডের! কত আয় হল ২০২৪-এ?

বাংলাহান্ট ডেস্ক : বছর শেষ হতে আর মাত্র তিন দিন বাকি। ২০২৪ বছরটা জুড়ে ছোট বড় মিলিয়ে ৩২ টি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু অদ্ভূত ভাবে বক্স অফিসে তেমন চমক দেখাতে পারেনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। চলতি বছরে হাতে গোনা হিট দিয়েছে বলিউড (Bollywood)। গত বছরের তুলনায় ব্যবসার অঙ্ক তো কমেছেই, উপরন্তু ব্যবসায় ঘাটতির দিক দিয়ে এমন বছর এল সেই ২০১২-র পর।

চলতি বছরে ফ্লপের রেকর্ড বলিউডের (Bollywood)

২০২৪ এর শেষে বলিউডের (Bollywood) বক্স অফিস ফেরত সমীক্ষা বলছে, এখনো পর্যন্ত টেনেটুনে প্রায় ২৫০০ কোটি টাকা আয় করেছে হিন্দি ছবিগুলি। যা কিনা গত বছরের তুলনায় ৪৩ শতাংশ কম। ২০২৩ এ মোট ৪৪১৮ কোটি টাকা আয় করেছিল বলিউড (Bollywood)। কিন্তু এ বছর উল্লেখযোগ্য ভাবে কমেছে ব্যবসার অঙ্ক। ছবি হিট করতেও কার্যত কালঘাম ছুটেছে নির্মাতাদের।

With 26 flop movies how much did Bollywood earn on 2024

তালিকায় জায়গা পেল কারা: রিপোর্ট বলছে, চলতি বছর মোট ৩২ টি ছবির মধ্যে ৬ টি ছবিকে (Bollywood) ‘হিট’ তকমা দেওয়া যায়। যদিও এর মধ্যে বেশ কয়েকটি ছবি ‘অ্যাভারেজ’ পারফর্ম করেছে বক্স অফিসে। তালিকার শীর্ষে রয়েছে শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী ২’। এই ছবিটির আয় ৫৮৫ কোটি টাকা। এরপরেই ২৪৭ কোটি টাকার ব্যবসা করে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘ভুলভুলাইয়া ৩’। তবে দুটি ছবির মধ্যে আয়ের ফারাক সহজেই চোখে পড়ে।

আরো পড়ুন : ছোট্ট সুইমসুটে হলুদ পরী, বালি নিয়ে খেলতে ব্যস্ত ইয়ালিনী, বছর শেষে কোথায় গেলেন রাজ-শুভশ্রী?

ব্যর্থ হয়েছে বড় তারকাদের ছবি: তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে সিংঘম এগেইন (২৪০ কোটি) এবং ফাইটার (২০১.৫০ কোটি)। পঞ্চম স্থানে ১৪৫ কোটি নিয়ে রয়েছে ‘শয়তান’। ছয় নম্বর স্থানে জায়গা করেছে মুঞ্জেয়া (১০১ কোটি)। এরপর সপ্তম, অষ্টম এবং নবম স্থানে রয়েছে যথাক্রমে তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া, ক্রু এবং আর্টিকেল ৩৭০। লাপতা লেডিজ, মাডগাও এক্সপ্রেস, কিল, ব্যাড নিউজ এর মতো ছবিও (Bollywood) দর্শকদের নজর কেড়েছে, তবে তেমন ব্যবসা করতে পারেনি। অন্যদিকে বড়ে মিয়া ছোটে মিয়া, জিগরা, মেরি ক্রিসমাস, চন্দু চ্যাম্পিয়ন এর মতো ছবি নামজাদা তারকা সত্ত্বেও কার্যত মুখ থুবড়ে পড়েছে।

আরো পড়ুন : ক্রিসমাস পার্টিতে স্যাটিনের পাজামা-হীরের আংটিতে ঝলমল করলেন অম্বানির ছোট বউমা, নাইটসুটটির দাম কত জানেন?

ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন, ২০২৩ এ বক্স অফিসে রাজত্ব করেছে অ্যাকশন ঘরানার ছবি। কিন্তু ২০২৪ এ সম্পূর্ণ উলটো চিত্র। হিট এর তালিকা দেখলেই বোঝা যাবে চলতি বছরে দর্শকরা বেশি পছন্দ করেছেন হরর কমেডি। তবে ফিল্ম বিশেষজ্ঞদের দাবি, ২০১২ সালের পর ফের ২০২৪ এ বলিউডের ব্যবসায় এত বড় পতন হল। ২০২৫ এও বেশ কিছু ছবি মুক্তির কথা রয়েছে। আগামী বছরে বলিউড ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর