মায়ের সমান ইস্টবেঙ্গলের মানরক্ষায় KKR-এর সঙ্গে লড়াই! কুর্ণিশ জানালেন মোহনবাগান ভক্তরাও

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) অভিযান শেষ হয়ে গিয়েছে। লখনৌ সুপার জায়ান্টসের কাছে হেরে তারা এই টুর্নামেন্টে নিজেদের শেষ সুযোগটুকুও দিতে পারেনি। রিঙ্কু সিং-এর কয়েকটি ব্যতিক্রমী পারফরম্যান্স ছাড়া এই আইপিএল এ কলকাতা নাইট রাইডার্সের কাছে বলার মত কিছুই নেই। কিন্তু তাও একটি বিষয় নিয়ে এখনো কলকাতা নাইট রাইডার্স আলোচনার মধ্যে রয়েছে।

সেই বিষয়টি হলো শেষ ম্যাচে মোহনবাগান ও ইস্টবেঙ্গল ভক্তদের সঙ্গে কেকেআর ম্যানেজমেন্টের ঝামেলায় জড়ানো নিয়ে। ওই ম্যাচে সঞ্জীব গোয়েঙ্কার দল ‘লখনৌ সুপার জায়ান্টস’ আরপিএসজি গ্রূপের অপর দল ‘এটিকে মোহনবাগানকে’ আইএসএল জয়ের জন্য শুভেচ্ছা জানাতে সবুজ মেরুণ জার্সি গায়ে চাপিয়ে ক্রুনাল পান্ডিয়াদের মাঠে নামিয়েছিলেন।

সঞ্জীব গোয়েঙ্কা কৃতজ্ঞতা জানানোর জন্য কিছু মোহনবাগান সমর্থক তাদের প্রিয় ফুটবল দলের জার্সি, ব্যানার এবং টিফো গায়ে চাপিয়ে মাঠে ঢুকতে আসেন। কিন্তু কেকেআর ম্যানেজমেন্টের তরফ থেকে তাদের মোহনবাগান সংক্রান্ত কোনো কিছু নিয়ে মাঠে প্রবেশ করা থেকে আটকানো হয়েছিল। এই ঘটনারে নিন্দা করেছে মোহনবাগান ক্লাব।

শুধুমাত্র মোহনবাগান ভক্তদেরই নয়। ইস্টবেঙ্গলের জার্সি পরিহিত এক লাল হলুদ ভক্তকেও সেদিন নিজের প্রিয় ফুটবল ক্লাবের জার্সি গায়ে চাপিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা থেকে আটকানো হচ্ছিল। বলা হচ্ছিল যে একটি ক্রিকেট দলের খেলা দেখতে এসে একটি ফুটবল দলের জার্সি পড়ে মাঠে ঢোকা যাবে না। যদিও ওই ইস্টবেঙ্গল ভক্ত নিজের জেদ বজায় রেখেছিলেন এবং জার্সির স্পন্সরদের নাম থাকলেও ক্লাবের লোগো ঢাকতে দেননি। পরে স্টেডিয়ামে ঢুকে তিনি আবার তার জার্সিতে যে ব্ল্যাক টেপগুলি আটকানো হয়েছিল স্বাভাবিকভাবেই ঘুরে বেরিয়েছেন। মজার ব্যাপার হলো এই কটা ফটো ভিডিও যিনি করেছিলেন তিনি একজন মোহনবাগান সমর্থক। তিনিও গোটা ঘটনাটির দেখে নিজের প্রতিদ্বন্দ্বীর পাশে দাঁড়িয়ে ব্যাপারটিকে সমর্থন করেছিলেন। কিন্তু কলকাতা শতাব্দী প্রাচীন দুই ক্লাবের সমর্থকদের সঙ্গে কেকেআর ম্যানেজমেন্ট যে ব্যবহার করেছে সেটা কি আদেও গ্রহণযোগ্য।

গোটা অভিযোগ অবশ্য কেকেআর ম্যানেজমেন্ট অস্বীকার করেছে। আরে তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, “কেকেআর বনাম এলএসজি ম্যাচে কয়েকজন দর্শককে মাঠে ঢুকতে না দেওয়া নিয়ে যে খবর ছড়ানো হয়েছে তা একেবারেই সঠিক নয়। দর্শক নিয়ন্ত্রণ করার এক্তিয়ার কেকেআরের হাতে নেই। কলকাতার সমর্থকদের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভাল। বিশ্বের অন্যতম সেরা সমর্থকদের আমরা অপমান করার কথা ভাবতেও পারি না।” যদিও তাদের এই দাবিতে দুই ক্লাবের ভক্তদেরই অসন্তোষ কমছে না।


Reetabrata Deb

সম্পর্কিত খবর