‘তোমার নগ্ন ছবিগুলো ….’সতীত্ব নিয়ে প্রশ্ন উঠতেই রেগে কাঁই শোভনের বৈশাখী, দিলেন কটাক্ষের জবাবও

বাংলাহান্ট ডেস্ক : রোমান্টিক জুটি বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সিনেমার কোনও হিরো-হিরোইনের মুখ। কিন্তু বর্তমান বাংলায় অন্যতম রোমান্টিক জুটি হিসেবে জায়গা করে নিয়েছেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বর্তমানে একসাথে থাকেন তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সাথে।

শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee) স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সাথে এখনো তার বিবাহ বিচ্ছেদ সম্পূর্ণ হয়নি। কিন্তু বৈশাখীর (Baishakhi Banerjee) সাথে শোভন ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তার সংসার। এই দুই জুটিকে ঘিরে সমালোচনা অবশ্য কম হয়নি। বহু মানুষ নিন্দার চোখে দেখেছেন শোভন ও বৈশাখীর সম্পর্ককে।

কিন্তু নিন্দুকদের কথায় আমল দিতে নারাজ তারা।
বৈশাখী বলেন, “ব্যাপারটা নাটুকে লাগতে পারে, তবে আমার কাছে ভালোবাসার অর্থ শোভন। যে সময় আমি ভালোবাসার থেকে আস্থা হারিয়ে ফেলেছিলাম, সেই সময় শোভন আমাকে জীবন দিয়েছে। কোনও কথায় আমায় ভুলায়নি সে। কখনও রোমান্টিক কথা বলেনি আমাকে।”

একই সঙ্গে বৈশাখীর বক্তব্য, “তবে ও প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমাকে ভালোবাসে। নিঃস্বার্থভাবে জীবন যাপনের সাথে ভালবাসে আমায়।” নিজেদের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে তারা এগিয়ে গিয়েছেন। বৈশাখীর আরও বক্তব্য, “বর্তমানে মানুষ খুব জাজমেন্টাল। মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে। সৎ পুরুষ হওয়ার দরকার নেই। কিন্তু মেয়েদের সতী থাকতে হবে।”

পুরনো এক স্মৃতি মনে করে বৈশাখী আক্ষেপের সুরে বলেন, “কিছুদিন আগে এক মহিলা জনপ্রতিনিধি আমার সাথে দেখা করতে এসেছিলেন।” পাশাপাশি তিনি আরোও বলেন, “জ্ঞান দিতে এসেছিলেন আমাকে। সব থেকে বড় কথা সে এমন একজনকে জ্ঞান দিতে এসেছে যে দেখেছে শোভনের ফোনে তার সব থেকে বেশি নগ্ন ছবি আসতো।”

sovon Baishakhi

বৈশাখী আরোও জানান, “সে আমাকে বলেছিল- আই অ্যাম নট চিপ লাইক ইউ।” আমি তাকে উত্তর দিয়েছিলাম, একটু দম নাও। মনে রেখো এখনও প্রেজেন্টে রয়েছে তোমার নগ্ন ছবিগুলো। যদি তুমি সতী হও তাহলে আমি তোমার থেকেও বেশি সতী। টিকিট পাওয়ার জন্য আমাকে কখনও কোনও দিন কোনও মন্ত্রী বা এমএলএ নগ্ন ছবি পাঠাতে হয়নি।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর