কে এই যুবক, যার সঙ্গে রতন টাটা এবারের জন্মদিন পালন করলেন?

বাংলা হান্ট ডেস্ক: ভারতের অন্যতম প্রবীণ শিল্পপতি রতন টাটা (Ratan Tata) গত ২৮ ডিসেম্বর তাঁর ৮৫ তম জন্মদিন পালন করেন। ওইদিন সারা দেশজুড়ে তিনি তাঁর অগণিত অনুরাগীদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পান। পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও (Social Media) ওঠে শুভেচ্ছার ঝড়। এমন পরিস্থিতিতে রতন টাটার জন্মদিনের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হতে শুরু করেছে। যেখানে রতন টাটার সঙ্গে এক যুবককে দেখা গিয়েছে।

যদিও দাবি করা হচ্ছে যে, ওই ভিডিওটি ২ বছরের পুরোনো। পাশাপাশি, বর্ষীয়ান শিল্পপতির সঙ্গে যে যুবকটিকে দেখা যাচ্ছে তাঁর নামটিও সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভিডিওতে থাকা যুবকের নাম হল অর্জুন দেশপান্ডে (Arjun Deshpande)। উল্লেখ্য যে, অর্জুন মাত্র ১৬ বছর বয়সে তাঁর স্টার্টআপ শুরু করেছিলেন। যার কারণে রতন টাটা তাঁর প্রতি মুগ্ধ হন এবং তিনি অর্জুন দেশপান্ডের সাথে দেখাও করেছিলেন।

স্টার্টআপে বিনিয়োগ করেছিলেন রতন টাটা: ভিডিওটি ২ বছরের পুরোনো হলেও এখন সেটি ফের একবার নেটমাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে। যেটিতে রতন টাটা এবং অর্জুন দেশপান্ডের বিশেষ “বন্ডিং” পরিলক্ষিত হয়েছে। উল্লেখ্য যে, রতন টাটা অর্জুন দেশপান্ডের স্টার্টআপে বিনিয়োগ করেছিলেন। যার ফলে অর্জুনের ব্যবসা ভালোভাবে শুরু হয়েছিল।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অর্জুন দেশপান্ডে ওষুধের ব্যবসা শুরু করেছিলেন। যেটির মারফত সাধারণ নাগরিকদের কম দামে ওষুধ সরবরাহ করা হয় এবং কোম্পানি গ্রাহকদের হোম ডেলিভারির সুবিধাও উপলব্ধ করে। এমতাবস্থায়, রতন টাটা অর্জুনের বিজনেস আইডিয়াটিকে পছন্দ করেছিলেন। তাই তিনি আনন্দের সাথে এই ব্যবসায় বিনিয়োগ করেন।

জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন অর্জুন দেশপান্ডে: রতন টাটা তাঁর অত্যন্ত নম্র স্বভাব, পরোপকারী মানসিকতা এবং অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমেই সকলের মন জয় করে নিয়েছেন। পাশাপাশি, প্রতিনিয়তই তাঁর অনুরাগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে দেশের যুবসমাজের কাছেও তিনি এক দৃষ্টান্ত হয়ে রয়েছেন। এর পাশাপাশি রতন টাটা দেশের তরুণদেরকেও স্টার্টআপের জন্য উৎসাহিত করেন।

https://twitter.com/arjundeshpande9/status/1343462321490948096?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1343462321490948096%7Ctwgr%5E5d3ec3d2fe7d9930a71e2e0b4cda11bdbc60fcea%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fawesomegyan.co%2Fwho-is-arjun-deshpande-with-whom-ratan-tata-celebrated-his-birthday%2F

এমতাবস্থায়, অর্জুন দেশপান্ডে রতন টাটার সাথে একটি ছবি শেয়ার করে তাঁকে তাঁর জন্মদিনে অভিনন্দন জানিয়ে ক্যাপশনে লেখেন, “আজ রতন টাটা স্যারের জন্মদিন। আমি খুব ভাগ্যবান যে আমি তাঁর সাথে স্বাস্থ্য এবং সামাজিক ক্ষেত্রে কাজ সম্পন্ন করছি। রতন টাটা স্যারের সুস্বাস্থ্য বজায় থাকুক। তাঁর আশীর্বাদ সর্বদা আমার সাথে থাকুক এবং আমি যেন তাঁর স্বপ্নকে সত্যি করতে পারি।” এদিকে, অর্জুন দেশপান্ডের এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। পাশাপাশি, পোস্টটির পরিপ্রেক্ষিতে নেটিজেনরাও প্রতিক্রিয়া জানিয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর