বাংলাহান্ট ডেস্কঃ বরফ গলছে আন্টার্কটিকায়। NASA-র পাঠানো নয়া ছবিতে দেখা গিয়েছে, আন্টার্কটিকার বরফের চাদর প্রায় ২০% গলে গিয়েছে। বিশ্ব উষ্ণায়নের জেরেই এই বরফ গলছে বলে জানা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের শুরুর ৯ দিনের তীব্র তাপপ্রবাহে এই অবস্থা হয়েছে আন্টার্কটিকার উত্তরে।
দেখা যাচ্ছে, আন্টার্কটিকার উত্তরের যে অঞ্চলগুলি কখনওই বরফের কারনে দেখা যায় না ৯ দিনের তাপপ্রবাহের তা উন্মুক্ত হয়েছে। সমস্ত বরফ গলে ইতিমধ্যেই বেরিয়ে আসছে স্বচ্ছ জল ধারা। চলতি মাসের শুরুর দিকে রেকর্ড উষ্ণতম দিনের সাক্ষী হয় আন্টার্কটিকা। তাপমাত্রা পৌঁছে যায় ৬৪.৯ ডিগ্রি ফারেনহাইটে। ওই দিন লস এঞ্জেলেসেও একই তাপমাত্রা ছিল।
মাত্র এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যেই ঈগল আইল্যান্ডের চূড়ার চার ইঞ্চি বরফের আস্তরণ গলে গিয়েছে বলে জানাচ্ছে নাসা। যার কারন হিসেবে জানা যাচ্ছে ক্রমবর্ধমান উষ্ণতা। ম্যাসাচুসেটসের নিকোলস কলেজের জিওলজিস্ট মৌরী পেলটো অবজারভেটরিকে জানিয়েছেন, ‘আন্টার্কটিকায় এত তাড়াতাড়ি গলে যাওয়া পুকুর কখনও এর আগে দেখিনি। এ ভাবে বরফ গলে যাওয়ার দৃশ্য আলাস্কা ও গ্রিনল্যান্ডে দেখা গেলেও তা কখনও হয়নি আন্টার্কটিকায়।’
পরিবেশ বিজ্ঞানী জেভিয়ার ফেটউইসের মতে, এই গ্রীষ্মে সমুদ্রের জলস্তর বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে এই তাপপ্রবাহ। বিজ্ঞানীদের মতে, দীর্ঘ সময় ধরে গরমের কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশ্বের শীতলতম স্থানে কখনও এমন ঘটনা ঘটতে দেখা যায়নি।