কয়েক ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার বিভিন্ন জায়গায় কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে বেশ কিছু জায়গায় আগাম বৃষ্টির জানান দিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিং (Darjeeling), উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে (Malda) হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অপরদিকে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া (Nadia) জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে।পশ্চিমী নিম্নচাপের জেরে পাঞ্জাব হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি-সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভনা রয়েছে।

8dbaf weather cyclone

কলকাতায় সকালের দিকে আকাশ রৌদ্রকরোজ্জ্বল থাকলেওং দুপুরের পর থেকে মেঘলা আকাশ। আজ সকালে শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি।বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ  ৩০ থেকে ৯৩ শতাংশ।

শনি, রবি এবং সোমবার সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানায় হাওয়া অফিস। তবে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন নাও হতে পারে। তবে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুতের সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং উত্তরবঙ্গেও ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।


সম্পর্কিত খবর