টাকা তুলতে আর যেতে হবে না ATM! বাড়ি বসেই পেয়ে যাবেন, কীভাবে? জানুন

বাংলাহান্ট ডেস্ক : টাকা তোলার জন্য এখন আর প্রয়োজন হবে না এটিএমে যাওয়ার। বায়োমেট্রিক ব্যবহার করে আপনারা আধার এটিএমের (Automated Teller Machine) মাধ্যমে সহজেই পারবেন লেনদেন করতে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধারের সাথে লিংক থাকে, তাহলে নগদ টাকার তোলা ছাড়াও আরো অন্যান্য কাজ করতে পারবেন অতি সহজে।

যদি আপনি এটিএম পর্যন্ত যেতে অক্ষম হন, তাহলে কীভাবে ঘরে বসেই আধার এটিএমের মাধ্যমে টাকা তুলতে পারবেন সেই সম্পর্কে জেনে নেব আজ।ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ঘরে বসে গ্রাহকদের টাকা সরবরাহ করার পরিষেবা শুরু করেছে। অনলাইন এটিএমের ভিক্তিতে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (India Post Payment Bank) এই সুবিধা প্রদান করছে। 

আরোও পড়ুন : জুন মাস জুড়ে প্রায় অর্ধের দিনই ব্যাঙ্ক বন্ধ! ছুটির তালিকা না জানলেই পড়বেন মহা ফ্যাসাদে

যেকোনো ব্যাংক গ্রাহক এই পরিষেবার ফলে ঘরে বসেই পেয়ে যাবেন টাকা। টাকার জন্য যেতে হবে না এটিএম বা নিকটস্থ ব্রাঞ্চে। এই অর্থ প্রদান পরিষেবা সম্পূর্ণ আধার ভিত্তিক। গ্রাহকদের বাড়িতে স্থানীয় পোস্টম্যান এই টাকা সরবরাহ করবেন। আধারের বায়োমেট্রিক পরিচয় ব্যবহার করে সহজেই গ্রাহক লেনদেন করতে পারবেন।

আরোও পড়ুন : ফিক্সড ডিপোজিটে মিলছে ৯.১০% সুদ! এই ব্যাঙ্কগুলোয় বিনিয়োগ করলে মোটা রিটার্ন নিশ্চিত

টাকা তোলা ছাড়াও এই পরিষেবার মাধ্যমে গ্রাহক ব্যালেন্স চেক ও অ্যাকাউন্ট বিবরণের মতো পরিষেবাও পেয়ে যাবেন। ঘরে বসে টাকা তোলার জন্য প্রথমে যেতে হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ওয়েবসাইটে। সেখানে আবেদন করার পর আপনার বাড়িতে পোস্টম্যান মাইক্রো এটিএম নিয়ে উপস্থিত হবেন। তারপর পোস্টম্যান আপনার বায়োমেট্রিক তথ্য যাচাই করবেন।

যাচাই প্রক্রিয়া পর আপনাকে প্রদান করা হবে অর্থ। জানা যাচ্ছে, ঘরে বসে টাকা তোলার জন্য গ্রাহকদের অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে না। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ডোর স্টেপ সার্ভিসের জন্য কোনও রকম চার্জ করা হচ্ছে না। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের নিয়ম অনুযায়ী, গ্রাহক এককালীন সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন।

post office 109170391

এই পরিষেবাটি পাওয়ার জন্য প্রথমে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে (https://ippbonline.com) ভিজিট করতে হবে। সেখান থেকে বেছে নিতে হবে ডোর স্টেপ সার্ভিস। এরপর নাম, মোবাইল নম্বর, ই-মেল আইডি, ঠিকানা এবং পিন কোড এবং বাড়ির কাছের পোস্ট অফিসের সঠিক বিবরণ ও ব্যাংকের বিবরণ প্রদান করতে হবে সেখানে। পূরণ করার পর গ্রাহকদের সাবমিট বটনে ক্লিক করতে হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর