‘দোকা নয়, এবার লড়বে একাই!’ কংগ্রেসের সঙ্গে আলোচনা না করেই চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বামেরা

বাংলাহান্ট ডেস্কঃ গত বিধানসভা নির্বাচনের পূর্বে জোট বেধেছিল কংগ্রেস (Congress) এবং ISF-র সঙ্গে। অন্য দুই জোট সঙ্গীর একে অপরের সঙ্গে মতানৈক্য থাকলেও, দুজনের সঙ্গে সম্পর্কের ব্যালেন্স করে চলছিল বামেরা (cpim)। তবে এবার কংগ্রেসের সঙ্গে সম্পর্কের ছেদ পড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে।

কংগ্রেসের সঙ্গে কোনরকম আলোচনা না করেই রাজ্যের চার কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে দিল সিপিএম। ধারণা করা হচ্ছে, এবারে এই জোট সঙ্গীর সঙ্গেও সম্পর্কের ইতি টানতে চলেছে বামেরা।

cpim congress

জানা গিয়েছে, আগামী ৩০ শে অক্টোবর রাজ্যের চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল শিবির। এরপর কংগ্রেসের সঙ্গে আলোচনা না করেই, সোমবার ওই চার কেন্দ্রের প্রার্থী নাম ঘোষণা করল বাম শিবির।

এক্ষেত্রে পরীক্ষিত মুখকেই বেশি গুরুত্ব দিয়েছেন বিমান বসুরা (Biman Bose)। তবে চারের মধ্যে দুই কেন্দ্রে সিপিএম প্রার্থী দিলেও, বাকি দুটিতে ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি প্রার্থী দেবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ফরওয়ার্ড ব্লকের পুরনো সৈনিক তথা এক সময়কার বিধায়ক এবং একুশের বিধানসভা নির্বাচনে দিনহাটার প্রার্থী আব্দুর রউফকেই দিনহাটা কেন্দ্র থেকে টিকিট দিচ্ছে ফরওয়ার্ড ব্লক।

অন্যদিকে আরএসপির তরফে দক্ষিণ ২৪ পরগণার গোসাবা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন অনিল চন্দ্র মণ্ডল। সিপিএমের পক্ষ থেকে নদিয়ার শান্তিপুরে লড়বেন সৌমেন মাহাতো এবং খড়দহে সিপিএমের হয়ে লড়বেন দেবজ্যোতি দাস। তবে জোট সঙ্গীর আলোচনা করে সরাসরি প্রার্থীর নাম ঘোষণা করে দিলেও, এবার কংগ্রেস কি পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে বিশেষজ্ঞ মহল।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর