খরচ খুবই সামান্য! দিঘা, দার্জিলিং ছেড়ে এবার চলে যান এই পাহাড়ি গ্রামে, মিলবে অপার শান্তি

বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েকদিনের বৃষ্টি বেশ স্বস্তি দিয়েছে রাজ্যবাসীকে। সামান্য হলেও কমেছে তাপমাত্রা। এর ফলে বঙ্গবাসী রয়েছেন ফেস্টিভ মুডে। কিছুদিন আগেই পালিত হয়েছে ঈদ। আর কয়েকদিন পর রবীন্দ্র জয়ন্তী। ইতিমধ্যেই বহু স্কুলে শুরু হয়ে গিয়েছে গরমের ছুটি। সব মিলিয়ে এখন প্রত্যেক বাঙালি ঘুরতে যেতে চাইছেন কোথাও।

গরমকালে ঘুরতে যাওয়ার কথা মাথায় আসলেই প্রথমে মনে আসে পাহাড়ের নাম। তবে দার্জিলিং কিংবা কালিম্পং এর মতো শহরগুলি এখন ভিড়ে ঠাসা। তাই অনেকেই আছেন যারা অল্প খরচে একটু নিরিবিলি পাহাড়ি স্থান খুঁজছেন। হিমালয়ের আশেপাশের বেশ কিছু গ্রাম বর্তমানে জনপ্রিয় হয়ে উঠছে পর্যটকদের কাছে। এই জায়গা গুলি অপেক্ষাকৃত শান্ত ও নিরিবিলি।

   

chayatal homestay 1

তাই যারা একান্ত কিছু সময় কাটাতে চান তাদের কাছে এই জায়গাগুলি আদর্শ। আজ আমরা আপনাদের এমনই এক পাহাড়ি গ্রামের সন্ধান দেবো। আজ আমরা জানবো সিকিমের (Sikkim) ছায়াতল সম্পর্কে। পাহাড়ে ঘেরা শান্ত সবুজ গ্রাম ছায়াতল (Chaaya Taal)। এই গ্রামটি যেন এক টুকরো স্বর্গ। এই গ্রামটি গড়ে উঠেছে একটা হ্রদকে কেন্দ্র করে। সুন্দর মনাস্ট্রি রয়েছে এই গ্রামে।

নদী, পাহাড়, জঙ্গলে ঘেরা এই গ্রাম আপনার মনকে এক অনাবিল শান্তি দেবে। এই গ্রামের আকাশ বাতাস মুখরিত থাকে নানান রকম পাখির কলরবে। এই গ্রামে গেলে দেখতে পাবেন আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে মেঘের দল। এই গ্রাম থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবেন। এছাড়াও পাহাড়ি ঝরনা এই গ্রামের অন্যতম একটি বৈশিষ্ট্য। শ্রীজুঙ্গা পার্ক রয়েছে এই গ্রামের খুব কাছেই।

Sikkim

রাতে এই গ্রাম হয়ে ওঠে আরো মায়াবী। পূর্ণিমা রাতে এই গ্রামকে স্বর্গের থেকে কিছু কম মনে হয় না। বার্মিওক, রিনচেনপং, পেলিং, দরাপের মতো জায়গা রয়েছে এই গ্রামের খুব কাছেই। পনেরশো থেকে দু হাজার টাকার মধ্যে থাকার জন্য পেয়ে যাবেন হোম স্টে। এই গ্রামটি নিউ জলপাইগুড়ি থেকে ১৪৫ কিলোমিটার দূরে। শিলিগুড়ি থেকে জোরথাং হয়ে আপনি পৌঁছে যেতে পারেন ছায়াতল।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর