বাংলাহান্ট ডেস্কঃ ৬ টি পোষ্যের (pet) জন্য ৯ লাখ ৬০ হাজার টাকা দিয়ে বিমান ( aeroplane) ভাড়া করলেন এক মহিলা। জুনের মাঝামাঝি দিল্লি (delhi) থেকে মুম্বাই (mumbai) উড়ে যাবে পোষ্যরা।
ভারতব্যাপী লকডাউনের কারনে একটা বিরাট অংশের সাধারণ মানুষ ভিনরাজ্যে আটকে পড়েছিল। আনলকডাউন ১ এ বিমান পরিষেবা চালু হতেই অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন। কিন্তু পোষ্যদের সাথে নিয়ে ফিরতে পারছেন না কেউ। এবার পোষ্যদের জন্য আস্ত একটা ব্যক্তিগত বিমান ভাড়া করলেন সাইবার সুরক্ষা গবেষক বছর ২৫ এর দিপিকা সিং।
তিনি জানিয়েছেন, এই ৬টি পোষ্য বহন ক্ষমতার বিমান করে পোষা প্রাণীকে বাড়িতে আনতে এখন পর্যন্ত চারজন সম্মতি জানিয়েছেন। তারা আরো ২ জনের খোঁজ করছেন। নাহলে মাথাপিছু ব্যায় বাড়বে।
এই চার্টার্ড বিমানটি কুকুর, বিড়াল, পাখি এবং অন্যান্য পোষা প্রাণীদের মুম্বাইয়ে তাদের পরিবারের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে।। ছয় সিটের বিমানের জন্য দীপিকা প্রাইভেট জেট কোম্পানির অ্যাক্রেশন এভিয়েশনকে যোগাযোগ করেছিলেন। তিনি বলেন, “আমি একটি বেসরকারী জেট সংস্থার সাথে যোগাযোগ করেছি এবং তারা বিমানের মাধ্যমে পোষ্য পাঠাতে সম্মত হয়েছে।”
কিভাবে এল এই ভাবনা? দিপিকা জানান তিনি যখন তার পরিবারের সদস্যদের জন্য বিমান বুকিং করতে যান। তখন তিনি জানতে পারেন অনেকেই নিজের পোষ্যদের বিমানে করে বাড়ি ফিরিয়ে নিতে চান। কিন্তু করোনা আবহে তা করা সম্ভব হয় নি। এরপরই দিপিকার মাথায় পোষ্যদের জন্য আলাদা বিমান ভাড়া করার ভাবনা মাথায় আসে।