বিষ্ময়কর ঘটনা! গর্ভে ৫ দিনের ব্যবধানেই আসে দু’টি শিশু, একইসঙ্গে জন্ম নিলেও যমজ নয় তারা

বাংলা হান্ট ডেস্ক: একইসাথে দুই সন্তানের জন্ম দেওয়ার ঘটনা অত্যন্ত স্বাভাবিক। এমনকি, অনেকে দুইয়ের বেশি সন্তানও প্রসব করেন। সম্প্রতি এক মহিলা আবার ৯ জন সন্তানের জন্ম দিয়ে কার্যত রেকর্ড তৈরি করেছেন। এমতাবস্থায়, এবার এক বিষ্ময়কর ঘটনা সামনে এল। জানা গিয়েছে যে, একইসঙ্গে দু’টি সন্তানের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এক মহিলা।

কিন্তু, বিশেষ ব্যাপার হলো, প্রথম গর্ভাবস্থার পাঁচ দিনের ব্যবধানে আরেক সন্তান তাঁর গর্ভে এসেছে। এমতাবস্থায়, উভয় সন্তানকে “যমজ” বলা যাবে না। জানা গিয়েছে, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অতি বিরল অবস্থাকে বলা হয় সুপারফেটেশন। সারা বিশ্বে এখনও পর্যন্ত এই বিরল ঘটনা মাত্র হাতে গোনার মত সামনে এসেছে। মূলত, মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ২৫ বছর বয়সী কারা উইনহোল্ড পাঁচ দিনের ব্যবধানে দু’বার গর্ভধারণ করেন।

কারার মতে, তিনি প্রথমে পরীক্ষা করে জানতে পেরেছিলেন যে, তিনি গর্ভবতী। এই প্রসঙ্গে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি গর্ভবতী থাকাকালীন দ্বিতীয় সন্তানের তুলনায় পাঁচ দিন আগে তাঁর গর্ভে প্রথম সন্তান আসে। পাশাপাশি, চিকিৎসকরা আরও জানান যে, উভয় শিশু একসাথে জন্মগ্রহণ করলেও তাদের আদৌ যমজ বলা যাবে না। অর্থাৎ এটা সুপারফেটেশনের একটি ঘটনা।

কি এই সুপারফেটেশন:
জানা গিয়েছে যে, ইতিমধ্যেই ভ্রূণ শুরু হওয়ার পর যদি কোনো গর্ভবতী মহিলার গর্ভে ফের অন্য সন্তান আসে তবে তাকে সুপারফেটেশন বলা হয়। এক্ষেত্রে কয়েক দিন বা কয়েক সপ্তাহ পরে যদি তিনি গর্ভবতী হন, তবে সেক্ষেত্রে প্রথম গর্ভাবস্থা থেকে এটিকে আলাদা গর্ভাবস্থা বলে বিবেচিত করা হয়। অর্থাৎ ওই শিশুদের যমজ বলা যাবে না। উল্লেখ্য যে, গর্ভধারণের পর, শরীরের হরমোনের পরিবর্তনের কারণে, মহিলাদের জরায়ু থেকে ডিম্বাণু নিঃসরণ বন্ধ হয়ে যায়। যার ফলে তাঁদের সেইসময়ে পুনরায় গর্ভবতী হওয়ার সম্ভাবনা থাকে না।

Superfetation Texas

দেখতে একই রকম:
কারা বলেছিলেন যে, তাঁর দুই ছেলে সেলসন এবং সেডান দেখতে হুবহু একই রকম। এমতাবস্থায় লোকেরা প্রায়শই জিজ্ঞাসা করে যে তারা উভয়েই যমজ কিনা। যদিও, তাঁরা তাদের আর যমজ বলেননা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর