বাংলাহান্ট ডেস্ক: ব্রাজিলের সাও পাওলোর একটি গির্জায় তখন ধর্মীয় অনুষ্ঠান চলছে। মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত অনুরাগীদের জন্য বক্তব্য রাখছিলেন ধর্মযাজক। ঠিক সেই সময়ই একজন মহিলা হঠাৎ করে মঞ্চে উঠে আসেন। মহিলার গতিবিধি বুঝে ওঠার আগেই তিনি ওই ধর্মযাজককে ধাক্কা মেরে ফেলে দেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ধর্মানুরাগীদের জন্য মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন ব্রাজিলের সুপরিচিত ধর্মযাজক মার্সেলো রসি। ধর্মযাজক বাইবেল থেকে জীবিত ও মৃত দেহের শান্তি কামনায় কিছু উদ্ধৃতি পড়ে শোনাচ্ছিলেন। সেখানেই তিনি বলেন মোটা নারীরা স্বর্গে যেতে পারবেন না।
স্থানীয় বাসিন্দারা বলছেন সেখানেই ঘটেছে বিপত্তি এই মন্তব্য সহ্য করতে পারেননি ওই মহিলা। মন্তব্য শোনার পরই তিনি মঞ্চে উঠে ধাক্কা মেরে ফেলে দেন ধর্মযাজককে। ওই ধর্মযাজক অল্পের জন্য সাংঘাতিক এর হাত থেকে রক্ষা পান। অনেকে বলতে চাইছেন ওই মহিলা মানসিক ভারসাম্যহীন।