আজও কুসংস্কারের বলি দেশের এই গ্রামের মহিলারা, বছরে পাঁচদিন পরেন না পোশাক

আমরা একবিংশ শতাব্দীর নাগরিক। মধ্যযুগীয় ধ্যান ধারনা থেকে বের হয়ে এসেছি অনেকটাই। সমাজে নারী ও পুরুষের সমান অধিকার স্বীকৃত হয়েছে। কিন্তু এখনো দেশের বহু অংশ রয়েছে যেখানে নারীরা আজও নানান সামাজিক বিধি নিষেধ ও কুসংস্কারের বলি

images 2020 11 19T193840.705

ভারতের প্রতিটি রাজ্যের কিছু না কিছু পুরানো রীতি রয়েছে। এর মধ্যে একটি হিমাচল প্রদেশের মণিকর্ণ উপত্যকার পিনি গ্রামের অদ্ভুত রীতি রয়েছে। এখানকার মহিলারা বছরে পাঁচ দিন কোনো রকম পোশাক পরেন না। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই রীতি সম্পর্কে।

এই গ্রামের এই অদ্ভুত রীতি শ্রাবণ মাসে পালন করা ল হয়। এটি বিশ্বাস করা হয় যে এই পাঁচ দিনের মধ্যে কোনও মহিলা যদি পোশাক পরেন তবে তার বাড়িতে কোনও অশুভ এবং অপ্রীতিকর সংবাদ থাকতে পারে। বছরের পর বছর ধরে চলে আসা এই রীতি গ্রামের প্রতিটি বাড়িতেই অনুসরণ করা হয়।

বলা বাহুল্য, আজকের সময়ে দাঁড়িয়ে এই রীতিটি নারী সমাজের জন্য অত্যন্ত অবমাননাকর। কিন্তু আজও এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারেনি হিমাচলের এই গ্রামটি।

 

সম্পর্কিত খবর