স্টেজে পড়ে গেলেন মহিলা পুলিশ কনস্টেবল, সাহায্য করতে এগিয়ে এলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

Published On:

বাংলা হান্ট ডেস্ক : দিল্লির একটি অনুষ্ঠান মঞ্চে দুর্ঘটনা বশত এক মহিলা পুলিশ উড়ে যাওয়ার পর সাহায্য করতে এগিয়ে আসেন মঞ্চে উপস্থিত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন৷ ঘটনার পর কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর তাঁর স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নেন৷ সংবাদ সংস্থা পিটিআইয়ের মতে, সিএসআর এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজ্ঞান ভবনের সামনে গেটের কাছে দাঁড়িয়েছিলেন কর্তব্যরত ওই মহিলা পুলিশ ঠিক সেই সময় পা পিছলে তিনি পড়ে যান৷ এবং তাঁর পায়ের গোড়ালিতে চোট লাগে৷

সেখানে উপস্থিত এক ফটোগ্রাফার জানিয়েছেন, জাতীয় সঙ্গীত বাজানোর সময় কার্পেটে ওই মহিলা পুলিশ করে গিয়েছিলেন৷ ঠিক তার পরেই তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেন রাষ্ট্রপতি সহ কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট দফতরের প্রতিমন্ত্রী৷ একই সঙ্গে সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, মহিলা পুলিশ পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুর তাঁর সঙ্গে দেখা করতে আসেন এবং জলের বোতল এগিয়ে দেন পাশাপাশি রামনাথ কোবিন্দ কেউ তাঁর সঙ্গে কথা বলতে দেখা যায়৷ পরিস্থিতি ঠিক হলেই সেখান থেকে চলে যান রাষ্ট্রপতি৷

তবে দেশের প্রশাসনের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা যখন এ ভাবে একজন পুলিশকর্মীকে সাহায্য করতে এগিয়ে এসেছেন তার পর থেকেই ঘটনা নিয়ে যথেষ্ট তোলপাড় হয়েছে আমাদের দেশে কারণ দেশের ভিআইপি সংস্কৃতি আমাদের সকলের কাছেই জানা৷বার বার ভিআইপি সংস্কৃতি আমাদের সাধারণ মানুষকে নিরুত্সাহিত করেছে৷ কিন্তু তার মধ্য থেকেও সম্পূর্ণ আলাদা একটি ঘটনা সত্যিই বিস্ময়কর বটে৷

X