রাতের ট্রেনে শৌচাগারে লুকিয়ে বিপদ, একাকী তরুণীর সঙ্গে যা ঘটল… ভয় ধরাবে ভিডিও

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ট্রেনে (Indian Railways) সফররত মহিলাদের নিরাপত্তা কোথায়? সম্প্রতি বিহারের কাটিহার জংশনের একটি ভাইরাল ভিডিও আবারও তুলে দিল এমনই প্রশ্ন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ট্রেন থামার পর হঠাৎ করেই একদল পুরুষ একজন একাকী মহিলার কামরায় ঢুকে পড়ে। সে সময় তিনি শৌচাগারের ভেতরে ছিলেন। কী ভয়াবহ পরিস্থিতিতে তিনি পড়েছিলেন সেটাই ভিডিওতে তুলে ধরেছেন ওই মহিলা।

রাতের ট্রেনে (Indian Railways) বড় বিপদে একা মহিলা

ওই তরুণী জানান, ট্রেনটি কাটিহার জংশনের কাছে থামার পরেই ৩০-৪০ জন যুবক চেঁচামেচি করতে করতে এবং ধাক্কাধাক্কি করতে করতে ঢুকে পড়ে কামরায়। তরুণী যখন শৌচাগার থেকে বাইরে বেরোতে যান, তখন তিনি দেখেন দরজাটি ভিড়ে আটকে গিয়েছে। নড়াচড়ার জায়গা নেই, বাইরে বেরোনোরও কোনও উপায় নেই। শৌচাগারের ভেতরে আটকে পড়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

Women security in question on indian railways

কী দেখা গিয়েছে ভাইরাল ভিডিওতে: ভাইরাল ভিডিওতে তরুণী ব্যাখ্যা করেন, ওই মুহূর্তে কতটা অসহায় হয়ে পড়েছিলেন তিনি। শেষমেশ রেলের হেল্পলাইন নম্বর ১৩৯ এ ডায়াল করেন তরুণী। রীতিমতো কাঁপছিলেন তিনি। তবে সৌভাগ্যবশত সাহায্য দ্রুতই এসেছিল। আরপিএফ (Indian Railways) এর একটি দল কয়েক মিনিটের মধ্যেই কামরায় পৌঁছে যায়। ভিড় সরিয়ে দরজা খুলে তরুণীকে তাঁর আসনে দিয়ে যান তাঁরাই। ভিডিওতে আরপিএফ এর কর্মদক্ষতার প্রশংসা করেছেন অনেকে।

আরও পড়ুন : এবার অভাবী মানুষদের বাড়বে রোজগার! বড় পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল কেন্দ্র

নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন: তবে এই ভিডিও বড়সড় বিতর্কেরও জন্ম দিয়েছে। প্রশ্ন উঠে গিয়েছে, একাকী ভ্রমণ করা মহিলাদের নিরাপত্তা কোথায়? রেলের জরুরি হেল্পলাইন গুলি কার্যকর বলে প্রমাণিত হলেও এই ধরণের পরিস্থিতিই যাতে আর না হয় তার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া আশু প্রয়োজন বলে মন্তব্য করেছেন অনেকে।

আরও পড়ুন : টেপজামা পরার বয়স থেকে আলাপ, নিজের ভাগ্নীকেই বিয়ে করেন সব্যসাচী!

এর আগেও চলন্ত ট্রেনে ফাঁকা কামরায় গণধর্ষণের ঘটনা ঘটে। হরিয়ানায় ৩ জন মিলে গণধর্ষণ করে রেললাইনে ছুঁড়ে ফেলে তরুণীকে। চলন্ত ট্রেনে বারংবার এই ধরণের ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।