জাতীয় সঙ্গীত নয় শৃঙ্খলা ভঙ্গের কারনে সাসপেন্ড করা হয়েছে কর্মীদের, বিবৃতি দিয়ে জানাল প্যান্টালুন্স

বাংলাহান্ট ডেস্কঃ গত ৬ দিন ধরে ক্যমাক স্ট্রিটে প্রতিবাদে বসেছেন প্যণ্টালুন্সের কর্মীরা। অভিযোগ বাঙ্গালি হওয়ার অপরাধে ১৫০জনকে হেনস্থা প্যণ্টালুন্স কর্তৃপক্ষ। তারা জাতীয় সঙ্গীত বাজানোর অপরাধে তাদের করা হয়েছিল সাসপেন্ড। পাশাপাশি  হিন্দি না বলে বাংলা বলার কারনে হত শারীরিক ও মানসিক হেনস্থাও। শপিং মলের ভেতরেই চলছে প্রতিবাদ পর্ব।

এবার এই বিষয়েই প্রতিক্রিয়া দিল প্যান্টালুন্স, তাদের বক্তব্য ঐ কর্মীদের সাসপেন্ড করেছেন তারা কিন্তু জাতীয় সঙ্গীত বা বাংলা বলার কারনে নয়। খারাপ আচরণ, বিপণির কাজকর্মকে ব্যাহত করা, মহিলা সহকর্মীদের হুমকি ও নির্যাতনের মত নানা ঘটনায় নিরপেক্ষ ভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একুই সাথে তাদের দাবি ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে ।

1acb993513ccbc618dd23251712bb757

গত ৬ দিন ধরে ধরনা দিতে বসেছেন ১৫০জন। হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাদের এই প্রতিবাদ। তাদের অপরাধ তারা হিন্দি বলতে পারে না। বাংলা কথা বলায় তাদের কাজ থেকে ছাটাই করার দাবি উঠেছে।  গত ৬ দিন ধরে ক্যমাক স্ট্রিটে তারা প্রতিবাদে বসেছেন। এমনকি জানা গেছে তাদের ওপর শারিরিক অত্যাচারও চালানো হতো। এমনভাবে দিনের পর দিন তারা মুখ বুজে সব সহ্য করে গেছেন। কিন্তু অবশেষে মুখ খুলেছেন ।

WhatsApp Image 2020 01 30 at 03.30.03

সব নিয়ে এখন পরিস্থিতি বেজায় গরম। শপিং মলের ভেতরেই চলছে প্রতিবাদ পর্ব । তার পাশাপাশি দেশ ভক্তিমুলক গান চালানো হয়েছে। তাদের মধ্যে অনেক মহিলারা তাদের সদ্যজাতকে কোলে নিয়েই বসেছেন প্রতিবাদ করতে। জানা গেছে কর্মীদের মধ্যে ২৭ জনকে নানাকারনে ছাটাই করা হয়েছে, কিন্তু তারমধ্যে ২৩জন তারা বাংলা বলেনা এই কারনে তাদের কাজ থেকে বের করে দেওয়া হয়। এখানেই ইতি নয় ছোটকাটো সবকিছু নিয়েই দুই তরফে অশান্তি লেগে থাকতো বলে খবর মিলেছে। আর এইভাবে না বলে কাজ থেকে বের করে দেওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছেনা অনেকেই। সব নিয়ে অনেক সহ্য করার পর  তারা প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছে।

সম্পর্কিত খবর